Eid Weather 2024 : ইদের আনন্দ ধুইয়ে দেবে বৃষ্টি ? কী জানাল আবহাওয়া দফতর ?
অপেক্ষাকৃত কম হলেও, আজও বাংলার বিভিন্ন জেলায় রয়েছে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে আজ অবধি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঝড় বৃষ্টিপাতের জন্য একটু তাপমাত্রা কমলেও, আজ থেকে দুদিন তাপমাত্রা ফের বাড়বে ধীরে ধীরে। ফের আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে আজ থেকে।
ওড়িশা থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যা ছত্তীসগঢ়ের বিদর্ভ ও কর্ণাটকের উপর দিয়ে গিয়েছে।
অসম ও রাজস্থানে ঘূনাবর্ত রয়েছে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে এই সপ্তাহে । ১০ এপ্রিল বুধবার এবং ১৩ই এপ্রিল শনিবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা পরপর ঢুকবে বঙ্গে।
দক্ষিণবঙ্গে বুধবার মেঘলা আকাশ থাকবে। হালকা ঝড় বৃষ্টি হতে পারে অনেকগুলি জেলাতেই। হতে পারে বজ্রপাতও।
মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ছিল। তবে তেমনভাবে বৃষ্টি হয়নি কোথাওই।
বুধবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বুধবারও।
বুধবার পর্যন্তই বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের সব জেলাতে আজ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা আছে। দার্জিলিং, কালিম্পং , আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টি ঝড়ের সম্ভাবনা বেশি।
বুধবার উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। মালদা ও দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ শুষ্ক আবহাওয়া। বুধবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় ও বৃষ্টির সম্ভাবনা। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা আজও আছে কলকাতায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -