Shyamal Jana: ইস্টবেঙ্গল ক্লাব থেকে ইডেন! ঘুরে ঘুরে বট রোপণ শিক্ষক শ্যামলের
গাছ পোঁতাই তাঁর নেশা। নিজের বেতন জমিয়ে নানা জেলায় ঘুরে ঘুরে বৃক্ষরোপণ করেন পেশার শিক্ষক শ্যামল জানা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকাঁথির কাছে কুলাই পদিমা জুনিয়র বেসিক স্কুল। সেখানেই পড়ান শ্যামলবাবু। থাকেনও পূর্ব মেদিনীপুরেই। কিন্তু তাঁর পরিচয় এখন শুধু স্কুল বা বাড়ির গন্ডিতে আটতে নেই। পরিবেশকর্মী হিসেবে তাঁর নাম এখন পরিচিত রাজ্যের বাইরেও।
এবার ফের কলকাতায় তিনি। রবিবার,ইস্টবেঙ্গল ক্লাব চত্বরে বটগাছ রোপণ করলেন তিনি।
সবুজের সমারোহে আরও একটি বটগাছ জায়গা পেল তাঁরই হাত ধরে। এর আগেও এবিপি লাইভে তিনি তাঁর এই ইচ্ছের কথা জানিয়েছিলেন।
ইডেন গার্ডেনসের সামনেও এদিন বটগাছ রোপণ করেন শ্যামল জানা।
শুধু ইস্টবেঙ্গল ক্লাব নয়, ময়দান এলাকাতেও বটগাছ রোপণ করেন তিনি।
কলকাতায় বেহালা এলাকায় রয়েছেন তিনি। তাঁর ইচ্ছে ছিল, সেখানেও একটি বটগাছ লাগাবেন। কিন্তু সারাদিন ঘুরেও বটগাছ লাগানোর মতো জায়গা পেলেন না তিনি। ফেসবুকে নিজেই জানিয়েছেন সেই কথা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -