Underwater Metro in India: আপনার মেট্রো ঠিক কখন গঙ্গা নদীর তলায়? কী দেখে বুঝবেন?
প্রধানমন্ত্রীর হাতে এদিন উদ্বোধন হল দেশের প্রথম জলের তলার মেট্রো। দেশের মধ্যে কলকাতা প্রথম সাক্ষী হয়েছিল পাতালরেলের। এবারও দেশের প্রথম জলের তলার মেট্রো জুড়ে দিল কলকাতা ও হাওড়া। মাথার উপরে থাকবে গঙ্গা। আর নীচ দিয়ে দৌড়বে মেট্রোরেল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমঙ্গলবার বাংলায় এসেছেন মোদি। মার্চে এই নিয়ে দ্বিতীয়বার। বুধবার তিনি উদ্বোধন করলেন ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রুট। এখানেই রয়েছে গঙ্গীার নীচ দিয়ে যাওয়া অংশ।
এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৪.৮ কিলোমিটারের রুট। তার মধ্যে গঙ্গার নীচের মেট্রো পথের দৈর্ঘ্য ৫২০ মিটার। ৫২০ মিটার পথে মেট্রো টানেলের দেওয়ালে আঁকা হয়েছে জলজ প্রাণী ও জলজ উদ্ভিদের ছবি।
কিন্তু যাত্রীরা কীভাবে বুঝবেন যে তাঁরা কখন গঙ্গার নীচ দিয়ে যাচ্ছেন? টানেলের মধ্যে দিয়ে যাওয়ার জন্য যেহেতু এমনি দেখে বোঝা যাবে না, তাই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গঙ্গার নীচে মেট্রোর যে অংশ সেই পথটা পুরোটা নীল আলো দিয়ে মোড়ানো। যাতে যাত্রীরা ওই আলো দেখেই বুঝতে পারেন যে তাঁরা গঙ্গার নীচের অংশ দিয়ে যাচ্ছেন।
এসপ্ল্যানেড, মহাকরণ, হাওড়া এবং হাওড়া ময়দান। গঙ্গাগর্ভে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মোট চারটি মেট্রো স্টেশন রয়েছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যা7নেড থেকে হাওড়া ময়দান রুটের ভাড়া ১০ টাকা।
গ্রিন লাইনের এই মেট্রো রুটের সঙ্গে যুক্ত করা হয়েছে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ব্লু লাইনের মেট্রো রুট। একবার টিকিট কেটে হাওড়া ময়দান থেকে দক্ষিণেশ্বর ও হাওড়া ময়দান থেকে নিউ গড়িয়া যাওয়া যাবে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড স্টেশনে পৌঁছে মেট্রো বদল করতে হবে যাত্রীদের।
গঙ্গার নীচে দিয়ে যখন মেট্রো যাবে তখনও ফোনের টাওয়ার থাকবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
এদিন মেট্রো সফরে নরেন্দ্র মোদির সঙ্গে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। স্কুল পড়ুয়াদের সঙ্গে এদিন মেট্রো সফর সারেন মোদি।
তাঁকে মেট্রো স্টেশনে দেখতে বাঁধভাঙা ভিড় হয় মেট্রো স্টেশনের ভিতরে। জনতাকে দেখে হাত নাড়েন প্রধানমন্ত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -