Pherari Mon: ২ বছর এগিয়ে গেল 'ফেরারি মন' ধারাবাহিকের গল্প, জীবনের নতুন মোড়ে দাঁড়িয়ে তুলসি ও অগ্নি!
কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন'-এ নয়া মোড়। এক ধাপে দুই বছর এগিয়ে গেল ধারাবাহিকের গল্প। তুলসি এখন আইএএস অফিসার আর অগ্নি যুবনেতা। তারপর?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতুলসি, তার বোন তিতিরের মর্মান্তিক দুর্ঘটনার পিছনে কোনও এক নোংরা খেলার সন্দেহ করে। এরপর সে বুঝতে পারে যে নিজেও দুর্নীতি এবং রাজনৈতিক প্রভাবের জালে জড়িয়ে পড়েছে।
অন্যদিকে, হৃষিকেশ, অর্থাৎ তুলসির শ্বশুর, যিনি একজন শ্রদ্ধেয় রাজনীতিকও, ভোটের প্রচারের সময় বিরোধী দলের নিশানায় পড়েন। এর ফলে তার ওপর আক্রমণ হতে থাকে।
বিরোধী দলের থেকে প্রতিশোধ নেওয়ার আগুনে পুড়তে থাকা অগ্নি, শপথ নেয় যে এই গোটা পরিস্থিতি সে নিজের হাতে তুলে নেবে। এই সুযোগ বুঝে হৃষিকেশের দল অগ্নিকে তাদের যুবনেতা হিসেবে নির্বাচিত করে, যা তুলসির খুব একটা পছন্দ হয়নি।
তুলসি বারবার অগ্নিকে নিরুৎসাহিত করার চেষ্টা করে, তাকে বোঝানোর চেষ্টা করে এই ধরনের দায়িত্বের জন্য সে প্রস্তুত নয়, সতর্ক করে। যদিও তুলসিকে পাল্টা অগ্নি জবাব দিয়ে মনে করিয়ে দেয় যে আইএএস ট্রেনিং নেওয়ার সিদ্ধান্তও সে অগ্নির সঙ্গে আলোচনা করে নেয়নি।
এর ফলে অগ্নি ও তুলসির মধ্যে তিক্ততার পারদ চড়তে থাকে, এদিকে অগ্নি রাজনীতিতে তার নতুন অধ্যায় শুরু করতে লেগে পড়ে, অবশ্যই তার উদ্দেশ্য বিচার পাওয়া।
অন্যদিকে তুলসিও তার আইএএস অফিসার হওয়ার লক্ষ্যে অনড় থেকে এগিয়ে যায়, সত্য ও ন্যায়ের নীতিতে মাথা উঁচু রেখে চলতে সে দৃঢ়প্রতিজ্ঞ।
এমন একটি পরিস্থিতিতে পৌঁছনোর পর ২ বছরের লাফ। তুলসি ফিরে আসে একজন সফল আইএএস অফিসার হিসেবে, সে এখন নির্বাচন কমিশনারের দায়িত্বপ্রাপ্ত। কিন্তু তাঁর এই আনন্দ ক্ষণস্থায়ী হয় যখন অগ্নি তার নিজের রাজনৈতিক সফর শুরু করে।
তাদের পরস্পর বিরোধী পেশা এবং মতাদর্শ তাদের সম্পর্কে ফাটল তৈরি করে। তাদের স্বপ্ন এবং ন্যায়বিচারের অন্বেষণে নিজ নিজ পথে চলার সময় বিরোধ সৃষ্টি হতে শুরু করে।
এরপর কী হবে? কোন খাতে বইবে তুলসি ও অগ্নির জীবনের স্রোত? জানতে হলে চোখ রাখতে হবে কালার্স বাংলায় প্রত্যেকদিন সন্ধ্যা সাড়ে ৬টায় 'ফেরারি মন' ধারাবাহিকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -