Gangasagar Mela 2022: কাল মকর সংক্রান্তি, গঙ্গাসাগরে ভিড় নিয়ে বাড়ছে উদ্বেগ
মকর সংক্রান্তি, গঙ্গাসাগরে ভিড় জমাতে শুরু করেছেন সাধু-সন্ত, পুণ্যার্থীরা। করোনা পরিস্থিতিতে এই ভিড় নিয়ে বাড়ছে উদ্বেগ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতকাল বাবুঘাটে ছিল পুণ্যার্থীদের থিকথিকে ভিড়। মাস্ক পরা বা কোভিডবিধি মানা নিয়ে সবসময় মাইকে সচেতন করা হচ্ছে। কিন্তু লাকরি বাবার আখড়ায় গিয়ে দেখা গেল, গিজগিজ করছে মানুষ, লাটে উঠেছে সামাজিক দূরত্ববিধি।
তবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার দেওয়া মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার নেওয়ার জন্য দেখা গেল পুণ্যার্থীদের হুড়োহুড়ি।
গঙ্গাসাগর মেলায় যেতে, করোনার ডবল ডোজের ভ্যাকসিনেশন সার্টিফিকেট অথবা আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক। এই পরিস্থিতিতে গতকাল থেকে বাবুঘাটে শুরু হয়েছে আরটি-পিসিআর টেস্ট।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল জানিয়েছেন, গঙ্গাসাগরে করোনাবিধি মানার উপর জোর দেওয়া হচ্ছে। করোনা সংক্রমণ যাতে না ছড়ায়, সেটা নিশ্চিত করতে তৎপর প্রশাসন।
তবে গঙ্গাসাগর মেলায় যাওয়ার পথে কাকদ্বীপেও ধরা পড়ল করোনাবিধি লঙ্ঘনের ছবি। সিংহভাগের মুখে মাস্ক থাকলেও, দেখা গেল না সামাজিক দূরত্ববিধি।
কথায় বলে, ‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার।’ কিন্তু করোনাকালে তৃতীয় ঢেউ যখন আছড়ে পড়েছে, তখন ভিড়ের এই ছবি দেখে আতঙ্কে শিউরে উঠছেন অনেকে।
গতকাল সকাল আটটা থেকে কাকদ্বীপের লট এইটে গঙ্গাসাগর যাওয়ার জন্য ফেরি সার্ভিস শুরু হয়। করোনাবিধি মানার জন্য প্রশাসনের তরফে লাগাতার মাইকে প্রচার চলছে।
পুলিশি কড়াকড়িতে এদিন সিংহভাগ পুণ্যার্থীর মুখে মাস্ক থাকলেও, লঞ্চে লাইন দেওয়ার সময় দেখা গেল শারীরিক দূরত্ববিধি বলে কিছু আর নেই!
গতকাল সন্ধে পর্যন্ত তুলনায় অনেকটাই ভিড় কম গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম চত্বরে। তবে শুক্রবার মকর সংক্রান্তির দিন এই ভিড় বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
এই মুহূর্তে পজিটিভিটির নিরিখে গোটা দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ। আর গোটা দেশের সবকটি জেলার মধ্যে সাপ্তাহিক পজিটিভিটির নিরিখে শীর্ষস্থানে কলকাতা। এরই মধ্যে হচ্ছে গঙ্গাসাগর মেলা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -