Gangasagar Mela 2023: সিসি ক্যামেরা-ওয়াচ টাওয়ার-ড্রোনের সাহায্যে নজরদারি, সাগরে নিরাপত্তার কড়াকড়ি
রবিবার থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত হবে গঙ্গাসাগর মেলা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযতদূর চোখ যায় সাধুসন্ত-পুণ্যার্থীদের ভিড়। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেও জলে ডুব দিয়ে পুণ্য় সঞ্চয়।সাগর মেলা মানেই এই চেনা ছবি।
নিরাপত্তার কথা মাথায় রেখে মেলা চত্বরকে মুড়ে ফেলা হয়েছে ওয়াচ টাওয়ারে। ভিড়ের ওপর নজরদারি চালানো হবে।
বাবুঘাট থেকে সাগরদ্বীপ পর্যন্ত বসানো হয়েছে ১১০০ সিসি ক্যামেরা। ড্রোনের সাহায্যে আকাশপথে ও স্পিড বোটের সাহায্যে জলপথেও চলবে নজরদারি।
প্রশাসন সূত্রে খবর, এবারই প্রথম গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের হাতে তুলে দেওয়া হবে রাজ্য সরকারের বিশেষ শংসাপত্র।
মেলা চত্বরে থাকছে হাইটেক মেগা কন্ট্রোল রুম, যেখানে ৫২টি LED টিভি ও ১টি সুবিশাল LED স্ক্রিনের মাধ্যমে পরিস্থিতির ওপর নজর রাখা হবে।
প্রশাসন সূত্রে খবর,গঙ্গাসাগার মেলায় পুণ্যার্থীদের যাতায়াতের জন্য ২ হাজার ৭৫০টি বাস, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ, ২১টি জেটি, ৪টি বার্জের ব্যবস্থা রাখা হয়েছে।
বারাণসীর ধাঁচে এবার গঙ্গাসাগর মেলাতেও থাকছে বিশেষ আরতির ব্য়বস্থা। তার জন্য তৈরি করা হচ্ছে বিশেষ মঞ্চও।
মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে গিয়ে বুধবারই সাগরদ্বীপে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণার দাবি তোলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -