Hanuman Jayanti 2023: হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি, কেমন গেল সারাদিন ? রইল ছবি
আজ হনুমান জয়ন্তীতে বরানগর থানার অন্তর্গত গোপাল লাল ঠাকুর রোড থেকে টহলদারি কেন্দ্রীয় বাহিনীর। ডানলপ হয়ে হনুমান মন্দিরের সামনে পর্যন্ত চলে টহলদারি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহনুমান জয়ন্তী উপলক্ষে এলাকায় কোনও অপ্রীতিকর ঘটনা যেনও না ঘটে, তাই হাইকোর্টে নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীর আজকের এই টহলদারি।
হনুমান জয়ন্তীতে অশান্তি এড়াতে, কলকাতা হাইকোর্টের নির্দেশে, বৃহস্পতিবার কলকাতা ও আশপাশের জেলার বিভিন্ন এলাকায় এভাবেই সকাল থেকে টহল দিল কেন্দ্রীয় বাহিনী।
আজ রাজ্যে নজিরবিহীন হনুমান জয়ন্তী । হনুমান জয়ন্তীতে পুলিশে আস্থা নেই হাইকোর্টের । তাই রাজ্যে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।
রিষড়ায় গিয়ে অশান্তির বিরুদ্ধে কড়া বার্তা দেওয়ার পর হনুমান জয়ন্তীতে কলকাতার পরিস্থিতি দেখতে রাজপথে নামলেন রাজ্যপাল।সকালে লেকটাউনের হনুমান মন্দিরে গিয়ে পুজো দেন রাজ্যপাল, পুজোর পর সম্প্রীতির বার্তা দেন সিভি আনন্দ বোস।
হনুমান জয়ন্তীতে নন্দীগ্রামে শুভেন্দু, আর একই দিনে বিজেপির প্রতিষ্ঠা দিবসে দলীয় পতাকা উত্তোলন বিরোধী দলনেতার।
কলকাতা , হুগলি , ব্যারাকপুরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রামনবমীর মিছিল নিয়ে অশান্ত হয়েছিল যে হাওড়া, সেখানে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়।
মধ্য কলকাতা ও উত্তর কলকাতার বেশ কয়েকটি থানা এলাকায় এই এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে ভাগ করে দেওয়া হয়।
প্রতিটি সেকশনে ৮ জন করে CRPF জওয়ানকে মোতায়েন করা হয় এদিন।
পোস্তা থানা এলাকায় ২ সেকশন, চারু মার্কেট, হেস্টিংস, একবালপুর, গার্ডেনরিচ, জোড়াবাগান ও আমর্হাস্ট থানা এলাকায় ১ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -