Happy New Year 2022 : কাঞ্চনজঙ্ঘা দেখে ঘুম ভাঙল শৈলশহরের, গঙ্গায় নতুন রবির ছবি, দেখুন বঙ্গের বর্ষসূচনা
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই বর্ষবরণ। ২০২১-এর চৌকাঠ পেরিয়ে ২০২২-এ পা৷ দেখুন বছরের প্রথম সূর্য ওঠা ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকয়েকদিনের মেঘের আবডাল সরিয়ে মুখ দেখাল কাঞ্চনজঙ্ঘা। ঝকমক করে উঠল শৈলশহর দার্জিলিং।
রবীন্দ্র সেতু থেকে সূর্যোদয়। স্বাগত নতুন বছরকে৷
নতুন বছরের প্রথম দিনে উত্সবমুখর কলকাতা থেকে জেলা। সকাল থেকেই ভিড় আলিপুর চিড়িয়াখানায়। দর্শককে দর্শন দিল শিম্পাঞ্জি বাবু।
সকাল থেকে লম্বা লাইন আলিপুর চিড়িয়াখানায়। আবহাওয়া মনোরম। তাই নতুন বছরের প্রথম দিন চিড়িয়াখানায় ভিড়।
সকাল সকাল ভিড় ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনেও। ঠান্ডার আমেজ আছে, অথচ কাঁপুনি নেই। তাই হালকা রোদ গায়ে মেখে উঠসবের আমেজে দর্শক।
গতকালের তুলনায় আরও নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
বছর শুরুর দিন দিঘাতে পর্যটকদের ভিড়। সমুদ্র সৈকতে কেউ পা ভিজিয়ে গল্পে মেতেছেন। কেউ আবার পরিবার-বন্ধুবান্ধবদের সঙ্গে পিকনিকের মেজাজে।
করোনা সতর্কতা সত্ত্বেও অনেকের মুখেই নেই মাস্ক। থিকথিকে ভিড়ে উধাও দূরত্ব বিধি।
বছরের প্রথম দিন সকাল থেকে তারাপীঠে পুণ্যার্থীদের ভিড়। হাতে পুজোর ডালা।
মন্দির চত্বরে সকলে মাস্ক পরলেও, ভিড়ের কারণে উধাও দূরত্ব বিধি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -