Covid19 Guideline: ফের চোখ রাঙাচ্ছে করোনা, হাসপাতালগুলিকে একগুচ্ছ নির্দেশ পাঠাল স্বাস্থ্য ভবন
করোনায় ঝলসাচ্ছে চিন, দেশজুড়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি। করোনার করোনার সাম্প্রতিকতম সাব ভ্যারিয়েন্ট BF.7-এর প্রকোপেই এখন চিনে ত্রাহি ত্রাহি অবস্থা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফের চোখ রাঙাচ্ছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7। হাসপাতালগুলিকে একগুচ্ছ নির্দেশ পাঠাল স্বাস্থ্য ভবন।
গত একমাসের মধ্যে যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের জিন বিশ্লেষণের নির্দেশ।২৯ ডিসেম্বরের মধ্যে নমুনা পাঠাতে হবে ট্রপিক্যাল মেডিসিনে।সব হাসপাতালকে নির্দেশ স্বাস্থ্য ভবনের।
নির্দেশিকায় স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র উত্তরবঙ্গ মেডিক্যাল ও জেএনএমের নমুনা যাবে কল্যাণীতে।
পরবর্তীতে ৫টি করে নমুনা পজিটিভ হলেই পাঠাতে হবে জিন বিশ্লেষণে। রোগীর বিস্তারিত তথ্য পাঠাতে হবে নমুনার সঙ্গে।
ভারতেও ইতিমধ্য়েই ভয়ঙ্কর সাব ভ্যারিয়েন্ট BF.7-এর হদিশ মিলেছে। এখনও অবধি চার জনের দেশে এর দেখা মিলেছে। এই পরিস্থিতিতে সাবধান করছেন চিকিৎসকরা।
করোনার ভ্যারিয়েন্ট নতুন হলেও, উপসর্গগুলি মোটের ওপর একই রয়েছে। যেমন ঠান্ডা লাগা, জ্বর, ক্লান্তি, মাথা ব্য়াথা, শরীরে অসহ্য় ব্য়াথা, গলা ব্য়াথা, সর্দি।
স্বাস্থ্যভবনের জারি করা নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, শ্বাসকষ্ট নিয়ে কেউ হাসপাতালে ভর্তি হলেই করোনা পরীক্ষা বাধ্যতামূলক।
চিন-সহ একাধিক দেশে করোনার বাড়বাড়ন্ত শুরু হওয়ায়, আশঙ্কা দেখা দিয়েছে, তাহলে কি ফের ফিরে আসবে করোনার দুঃস্বপ্নের সেই দিনগুলো?চিকিৎসকরা বলছেন, সতর্ক থাকতে, করোনাবিধি মেনে চলতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -