Heavy Rain in North Bengal: প্রবল বর্ষণে নামল ধস, উত্তাল নদী, বিপর্যস্ত পরিস্থিতি উত্তরবঙ্গে
বৃষ্টির তোড়ে ভাসছে তরাই-ডুয়ার্স। জলপাইগুড়ি থেকে কোচবিহার- প্রবল বৃষ্টিতে কার্যত নাস্তানাবুদ জেলাগুলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাতভর বৃষ্টির (Heavy Rain) জেরে সেবক-এর কাছে ১০ নং জাতীয় সড়কে (National Highway 10) নেমেছে ধস।
যদিও শেষ অবধি পাওয়া খবরে, জানা গিয়েছে, ঘণ্টা দুয়েকের চেষ্টায় রাস্তা পুরোপুরি স্বাভাবিক হয়েছে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, উত্তরবঙ্গে আগামী ২ দিন, বিশেষ করে ৫ টি জেলা আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে প্রবল বর্ষণের সম্ভাবনা থাকবে। সেই পূর্বাভাস মিলে গিয়েছে।
জলপাইগুড়ি শহরের মধ্যে দিয়ে বয়ে চলা করলা নদী এবার ও উদ্বেগ বাড়িয়েছে পরেশ মিত্র কলোনি, নীচু মাঠ এলাকার বাসিন্দাদের।
বিপুল বৃষ্টির কারণে জলস্ফীতি ঘটেছে তিস্তা, করলা এবং জলঢাকায়। বৃষ্টির তোড়ে জলে টইটুম্বুর জলপাইগুড়ি শহরের মধ্য়ে গিয়ে বয়ে চলা করলা নদী।
বৃহস্পতিবার জলপাইগুড়িতে ১৩২.৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা চলতি বছরে সর্বোচ্চ। তার ওপর তিস্তা ব্যারাজ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে।
গত মাসেও রাজ্যের পাহাড়ি রাস্তায় নেমেছিল ভূমিধস (Landslide at Birik Dara)। প্রবল বর্ষণে (Heavy Rain) গত মাস থেকেই গোটা উত্তরবঙ্গে (North Bengal) পাহাড়ি রাস্তাগুলির হাল খারাপ।
এর আগে বিরিক দারা রোডের কাছে ১০ নং জাতীয় সড়ক (NH 10)। বিরিক দারা রোডের কাছে ১০ নং জাতীয় সড়কে ভূমিধস নেমেছিল।
সকাল থেকে ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জল দাঁড়িয়ে যাওয়ায় সমস্যায় বাসিন্দারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -