Hijab Row: 'হিজাব নিষেধাজ্ঞা'-এর বিরোধিতা কলকাতায়, প্রতিবাদ মিছিলে আলিয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা
হিজাব বিতর্কে উত্তপ্ত কর্ণাটক। বিক্ষোভ-বিবাদের আঁচ ছড়িয়ে পড়েছে গোটা দেশজুড়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুধবার কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থী পার্ক সার্কাস এলাকায় একটি সমাবেশ করে। সেখানে অনেক মহিলাকে হিজাব পরে মিছিলে হাঁটতে দেখা যায়। কর্ণাটকের 'হিজাব বিতর্ক'-এ মহিলাদের হিজাব পরনের পক্ষে বের হয় এই মিছিল।
মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল ভারতের জাতীয় পতাকা। তাঁরা এন্টালি এবং পার্ক সার্কাস ঘুরে নিজেদের ক্যাম্পাসে ফিরে আসে।
ভারতীয় নাগরিক হিসাবে, আমরা কী পরিধান করব সেই সিদ্ধান্ত আমাদের এবং আমাদের নিজস্ব ধর্মীয় অনুশীলনগুলি অনুসরণ করার অধিকার আমাদের রয়েছে। শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে এমনই সব স্লোগান লেখা ছিল বাংলা, ইংরেজি এবং হিন্দিতে।
'দক্ষিণপন্থী শক্তি যারা চায় আমরা মধ্যযুগে ফিরে যাই, তাদের বিনাশ করুন', কিছু পোস্টারে লেখা দেখা যায়।
হিজাব নিষেধাজ্ঞা জারি হওয়ার পরই ছাত্র-ছাত্রীদের মধ্যে বিক্ষোভ ছড়ায়। তা নিমেষে একাধিক কলেজে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার কর্ণাটকে পুলিশের বিক্ষোভ ঠেকাতে পাথর ছোঁড়ে, বলপ্রয়োগ করে। ফলে রাজ্য সরকারকে পরিস্থিতি সামাল দিতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে তিন দিনের ছুটি ঘোষণা করতে হয়েছে।
আগামী দু-সপ্তাহের জন্য রাজধানী বেঙ্গালুরুর সমস্ত শিক্ষাঙ্গনে সব ধরণের জমায়েতে জারি করা হল নিষেধাজ্ঞা। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাই বোম্মাই জানিয়েছেন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত।
গত জানুয়ারি মাসে হিজাব ঘিরে বিতর্ক চরমে ওঠে। উদুপির গভর্নমেন্ট গার্লস পিইউ কলেজে হিজাব পরিহিত ছয় মেয়েকে কলেজে ঢুকতে না দেওয়ার অভিযোগ ওঠে। দক্ষিণপন্থী সংগঠনের তরফে এই দাবি ওঠে বলে অভিযোগ করেন হেনস্থার শিকার ওই মেয়েরা।
চলতি মাসের শুরুতে নতুন করে সেই বিতর্কের আগুনে ঘি পড়ে। উদুপি এবং চিকমাগালুরুর দক্ষিণপন্থী সংগঠনগুলি মুসলিম মেয়েদের হিজাব পরে স্কুল-কলেজে ঢোকায় আপত্তি তোলে।
বিবাদ এতটাই চরমে পৌঁছয় যে, মুসলিম মেয়েদের হিজাবের পাল্টা শুক্রবার গেরুয়া ওড়না পরে কলেজে আসতে দেখা যায় পড়ুয়াদের একাংশকে। মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ হিংসাত্মক আকার ধারণ করে সেখানে। বিক্ষোভকারী পড়ুয়াদের টপকে কলেজের ফটকে গেরুয়া পতাকা টাঙিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই নিয়ে বচসা থেকে পরস্পরকে লক্ষ্য করে চলে পাথর ছোড়াছুড়ি।
কলকাতার প্রতিবাদ মিছিল প্রসঙ্গে এক পুলিশ কর্তা জানান কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি কারণ কলকাতায় সমাবেশটি ২ কিলোমিটার দূরত্ব জুড়ে হয়। বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্রের কথায়, 'ক্যাম্পাসের বাইরে কী ঘটছে সেই সম্পর্কে আমাদের মন্তব্য করার কিছু নেই।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -