Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Hilsha Fish: মিলল সুখবর, এই মরশুমের প্রথম ইলিশ পাওয়া গেল দিঘা মোহনায়
বৃষ্টি ঢুকে পড়েছিল বেশ কিছুদিন আগেই। কিন্তু তার দেখা পাওয়া যাচ্ছিল না। বৃষ্টি পড়লেও পাতে শুধু খিচুড়িই থাকছিল, ইলিশ আর সঙ্গী হচ্ছিল না। কারণ সেভাবে ইলিশ উঠছিলই না। অবশেষে মিলল সুখবর। এই মরশুমের প্রথম ইলিশ পাওয়া গেল দিঘা মোহনায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৫ জুন ব্যান্ড পিরিয়ড কাটিয়ে মৎস্যজীবীরা সমুদ্রে গিয়েছিলেন। এর আগে কাকদ্বীপ ও ডায়মন্ড হারবারে সামান্য কিছু ইলিশ মিলেছিল, কিন্তু দিঘা মোহনায় এতদিন রূপালি শস্যের দেখা মিলছিল না। সেই খরা কেটে গেল। আজ প্রায় ২৫ টনের মতন ইলিশ উঠল দিঘা মোহনায়।
১৫ জুন ব্যান্ড পিরিয়ড কাটিয়ে মৎস্যজীবীরা সমুদ্রে গিয়েছিলেন। এর আগে কাকদ্বীপ ও ডায়মন্ড হারবারে সামান্য কিছু ইলিশ মিলেছিল, কিন্তু দিঘা মোহনায় এতদিন রূপালি শস্যের দেখা মিলছিল না। সেই খরা কেটে গেল। আজ প্রায় ২৫ টনের মতন ইলিশ উঠল দিঘা মোহনায়।
অন্যদিকে যেগুলো একটু ছোট ইলিশ, অর্থাৎ এক একটি ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের। সেগুলি প্রতি কিলো ৫০০-৬০০ টাকা। দিঘা মোহনাতেই এমন দামে বিক্রি হয়েছে ইলিশগুলি।
আপাতত যেকটি ট্রলার ফিরেছে তাতেই এমন পরিমাণ ইলিশ এসেছে। ফলে মাছ ব্যবসায়ীদের আশা, এরপর যে ট্রলারগুলি ফিরবে সেগুলিও ইলিশ বোঝাই করে ফিরতে পারে। ফলে আগামী দিনগুলিতে ইলিশের জোগান মোটের উপর ভালই হবে বলে মনে করছেন মাছ ব্যবসার সঙ্গে যুক্ত সকলেই। দিঘা মোহনা এলাকায় ইলিশ মাছ যে আরও ধরা পড়বে তা নিয়ে যথেষ্ট আশাবাদী দিঘা ফিশারম্যান ফিশ ট্রেডাস অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস।
পূর্বালি হাওয়া এবং ঝিরঝিরে বৃষ্টি, এই ২টিই ইলিশ মেলার সবচেয়ে অনুকূল আবহাওয়া। এই দুটিই থাকায় ইলিশ মিলছে বলে জানাচ্ছেন মৎস্যজীবীদের একাংশ। এই পরিস্থিতি থাকায় আরও বেশি ইলিশ আসবে বলে মনে করছেন তাঁরা।
সাধারণত আষাঢ়-শ্রাবণ মাসেই ইলিশ পাওয়া যায়। দীর্ঘ ব্যান্ড পিরিয়ডের পরে আরও বেশি পরিমাণ ইলিশ আসবে বলে আশা মৎস্যজীবীদের। এই সময়ে ইলিশ মাছের আকার তুলনামূলকভাবে বড় হবে বলেও মনে করছেন তাঁরা।
যদি তেমনটাই হয়, তাহলে মৎস্যজীবীদের মুখে হাসি ফুটবে। কারণ এতদিন সেভাবে ইলিশের কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না।
এবারে বৃষ্টি নামতেই আবহাওয়া অনুকূল থাকায় ইলিশের সম্ভাবনা থাকছে।
ফলে আমদানিও ভাল হবে বলেই মনে করছেন তাঁরা। এই সময়ে ইলিশ ভাল উঠলে বাজারে ভাল দাম পাওয়া যাবে বলেও মনে করছেন তাঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -