Puja Fashion : কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, বিশ্ববাংলা, পুজোর নতুন ফ্যাশনে হিট রাজ্য সরকারি প্রকল্পের নাম দেওয়া শাড়ি
হুগলির শ্রীরামপুরের এবার পুজোর শাড়িতে উঠে এসেছে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কথা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনতুন ডিজাইনের শাড়ি ক্রেতাদের মধ্যে সাড়া ফেলেছে বলে দাবি ব্যবসায়ীদের।
শাড়িতে রাজ্যের প্রকল্প তুলে ধরার নেপথ্যে, তৃণমূলের হাত দেখছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
পুজোর ফ্যাশনেও উঠে এল রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্প । কোনও শাড়িতে একাধিক সরকারি প্রকল্পের ছবি।
কোনও শাড়িতে বিশ্ববাংলার লোগো বা কন্যাশ্রীর কথা।
পুজোর আগে এটাই শেষ সপ্তাহ। চলছে শেষ মুহূর্তের কেনাকাটা।
' মার্কেটে ভাল ধরেছে এই প্রকল্প, ভাল বিক্রি হচ্ছে ' , দাবি বিক্রেতাদের
নতুন ধরনের ডিজাইনের শাড়ির বাজার ভালই, বলে দাবি হুগলির শ্রীরামপুরের ব্যবসায়ীদের।
শাড়িতে রাজ্যের প্রকল্প নিয়ে রাজনৈতিক আকচাআকচি থাকলেও, ক্রেতাদের একাংশের মতে এবার নতুন ভাবনা ধরা পড়েছে।
ছবি - সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -