Durga Puja Preparation: ১০১ বছরে পদার্পণ টালা বারোয়ারির, এবছরের থিম 'আঁচল'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Oct 2021 01:03 PM (IST)
1
ঢাকে কাঠি পড়ল বলে। বিভিন্ন মণ্ডপে প্রস্তুতি তুঙ্গে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
এবছর ১০১ বছরে পদার্পণ করছে টালা বারোয়ারির দুর্গাপুজো।
3
এবছর তাঁদের থিমের নাম 'আঁচল'।
4
শিল্পীর নাম সঞ্জীব সাহা।
5
নিজের স্নেহ, মায়া, মমতা ও শাসনে প্রত্যেক মা তাঁর সন্তানকে আগলে রাখেন।
6
মণ্ডপের মায়ের 'আঁচল' তারই প্রতীক।
7
মণ্ডপের বাইরের অংশে থাকবে প্রচুর অবিন্যস্ত বাঁশের ইনস্টলেশন।
8
মণ্ডপের একেবারে ওপর থেকে নামবে মায়ের আঁচল।
9
গোটা মণ্ডপটিকেই ঘিরে থাকবে সেই আঁচল।
10
ছবি ও তথ্য: সঞ্চয়ন মিত্র।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -