Durga Puja 2021 : পুজোয় অর্ডার পেয়েও, মুখে হাসি নেই হুগলির শোলা শিল্পীদের, কেন?
করোনা আবহে চলছে শারদোৎসবের প্রস্তুতি। এই পরিস্থিতিতে গত বছরের চেয়ে বাড়তি অর্ডার পেয়ে, আশার আলো দেখেছিলেন শোলা শিল্পীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনার জেরে কাঁচামালেই পড়েছে টান। যেটুকু মিলছে মানের চেয়ে তার দামও চড়া বলে জানাচ্ছেন শিল্পীরা।
যে ডাকের সাজ ছাড়া একসময় পুজো হত না, সেই শিল্পীরাই আজ সমস্যায়।
বারুইপাড়া -পলতাগড় পঞ্চায়েত এলাকায় চার পুরুষের বেশি বাস শোলা শিল্পীদের।
করোনার জন্য, গত বছরের খরা কাটিয়ে এবার দুর্গাপুজোয় বাড়তি অর্ডার মিলেছে। কিন্তু তবু মুখের হাসি চওড়া হচ্ছে না এদের।
করোনা আবহে কাঁচামালের অভাবের পাশাপাশি, আগুন দাম। ফেরাতে হচ্ছে অর্ডার।
এই পরিস্থিতিতে মজুত থাকা শোলা দিয়েই চলছে কাজ।
কাঁচামালের মূল্যবৃদ্ধি, জোগানের অভাব, লাভের অংশ কমে যাওয়া...এরকমই নানা কারণে ইদানীং পেশা থেকে মুখ ফেরাচ্ছে বর্তমান প্রজন্মও।
এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের প্রত্যাশায় শিল্পীরা।
একটু সাহায্য পেলেই বেঁচে যাবে শোলা শিল্প। ফের আসবে সুদিন, আশায় শিল্পীরা।
ছবি - সোমনাথ মিত্র, হুগলি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -