Rain Update : এখনও জল নামেনি বহু জায়গা থেকে, মঙ্গলেও দুর্ভোগ কাটছে না শহরবাসীর
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে মুষলধারে বৃষ্টি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোমবার দিনভর বৃষ্টিতে নাকাল, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। তবে, আবহাওয়া দফতর বলছে, মঙ্গলেও এর হাত থেকে নিস্তার নেই।
কলকাতা, দুই ২৪ পরগনায়, হাওড়া, হুগলিতে মঙ্গলবারও বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার এই ঘূর্ণাবর্ত ক্রমশ রাজ্যের পশ্চিমদিকে সরবে।
কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়ার কিছু অংশে ছিল ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। জারি করা হয় কমলা সতর্কতা।
২০০২-এর পর, সেপ্টেম্বর মাসে আলিপুর এলাকায় একদিনে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে ৬ বার।
একুশের সেপ্টেম্বরেও একদিনে একশো পেরনোর রেকর্ড গড়ল বৃষ্টি।
আটাত্তরের বন্যার সময়, ২৮শে সেপ্টেম্বর একদিনে আলিপুরে বৃষ্টি হয় ৩৬৯.৩৬ মিলিমিটার।
আবহাওয়া দফতর জানিয়েছে, প্রবল বৃষ্টির জেরে, আগামী ২৪ ঘণ্টায় নদীর জলস্তর বাড়বে। ফলে, নীচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে।
একে জল নামতে সময় লাগছে, তার উপর টানা বৃষ্টি বাড়িয়েছে দুর্ভোগ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -