Rain Update : এখনও জল নামেনি বহু জায়গা থেকে, মঙ্গলেও দুর্ভোগ কাটছে না শহরবাসীর
Rain Update : এখনও জল নামেনি বহু জায়গা থেকে, মঙ্গলেও দুর্ভোগ কাটছে না শহরবাসীর
1/9
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে মুষলধারে বৃষ্টি।
2/9
সোমবার দিনভর বৃষ্টিতে নাকাল, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। তবে, আবহাওয়া দফতর বলছে, মঙ্গলেও এর হাত থেকে নিস্তার নেই।
3/9
কলকাতা, দুই ২৪ পরগনায়, হাওড়া, হুগলিতে মঙ্গলবারও বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার এই ঘূর্ণাবর্ত ক্রমশ রাজ্যের পশ্চিমদিকে সরবে।
4/9
কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়ার কিছু অংশে ছিল ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। জারি করা হয় কমলা সতর্কতা।
5/9
২০০২-এর পর, সেপ্টেম্বর মাসে আলিপুর এলাকায় একদিনে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে ৬ বার।
6/9
একুশের সেপ্টেম্বরেও একদিনে একশো পেরনোর রেকর্ড গড়ল বৃষ্টি।
7/9
আটাত্তরের বন্যার সময়, ২৮শে সেপ্টেম্বর একদিনে আলিপুরে বৃষ্টি হয় ৩৬৯.৩৬ মিলিমিটার।
8/9
আবহাওয়া দফতর জানিয়েছে, প্রবল বৃষ্টির জেরে, আগামী ২৪ ঘণ্টায় নদীর জলস্তর বাড়বে। ফলে, নীচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে।
9/9
একে জল নামতে সময় লাগছে, তার উপর টানা বৃষ্টি বাড়িয়েছে দুর্ভোগ।
Published at : 21 Sep 2021 11:38 AM (IST)