Jagadhatri puja 2021: 'কৃত্রিম স্বর্গ' থেকে বেচারামের 'ব্রেকিং নিউজ', জগদ্ধাত্রী পুজোয় জমজমাট সিঙ্গুর
সোমনাথ মিত্র, হুগলি: চন্দননগরের পাশাপাশি সিঙ্গুরও মেতেছে জগদ্ধাত্রী পুজোয়। সিঙ্গুরের রতনপুর, গোপাল নগর, বড়া এলাকায় বেশ কয়েকটি পুজো জাঁকজমকের সঙ্গে উৎযাপিত হচ্ছে। সাবেকি প্রতিমার সঙ্গে থিমের মণ্ডপসজ্জা নজর কেড়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিভিন্ন মণ্ডপে, বিভিন্ন রকম থিমের পুজোকে ঘিরে উন্মাদনা তৈরী হয়েছে সিঙ্গুরের জগদ্ধাত্রী পুজো মণ্ডপেও। তবে কোভিড পরিস্থিতিতে এবছরও প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা।
সিঙ্গুরের সবথেকে বেশী জাঁকজমকপূর্ণ পুজো হচ্ছে রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্নার ক্লাব রতনপর উদয় সংঘের পুজো। এ বছর ৪২তম বর্ষে পদার্পণ করল এই পুজো। স্বাস্থ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ষষ্ঠীতে এই পুজোর উদবোদন করেন।
মণ্ডপের থিম ব্রেকিং নিউজ। অসাধারন শৈল্পিক কারুকার্যের সাথে পুরানো থেকে বর্তমান দিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলির প্রকাশিত সংবাদ পত্রের কপি মণ্ডপের চারিদিকে লাগানো হয়েছে।
তার সঙ্গে বিভিন্ন রঙের আলোক সজ্জা মণ্ডপটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে।
অন্যদিকে সিঙ্গুর রতনপুরের সন্তান সংঘের পুজো এবারে ৩৯ বছরে পদার্পণ করল। মা আসছেন স্বপ্নের উড়ান এই থিমের উপর মণ্ডপ সজ্জা করা হয়েছে।
মণ্ডপে কৃত্রিম স্বর্গ বাননো হয়েছে যার মধ্যে দিয়ে মা মর্ত্যে আসছেন। প্রতিমাতেও আছে অভিনবত্বের ছোঁয়া। ক্লাবের মতে, দূর্গামাসুর মহাদেবের কাছ থেকে অমরত্ব লাভ করেন যে তার মা সরলার হাতে তার মৃত্যু হবে।
তাই মায়ের হাত কেটে দেয় দূর্গামুসুর। সেই হাত মা অম্বিকার হাতে যুক্ত হয়ে জগদ্ধাত্রী রূপ ধারন করে।। পৌরাণিক এই কাহিনীর উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে প্রতিমা।।
সিঙ্গুরের গোপাল নগরগ্ৰামের অলোক সংঘের পুজো এবারে ৪২তম বর্ষে পদার্পণ করল।
গ্ৰাম্য পরিবেশের মধ্যে পুরানো দিনের মন্দিরের আদলে তৈরী করা হয়েছে পুজো মণ্ডপটি।
বাঁশ, কাঠ, সোলা, ভাঁড়, সুতির কাপড় দিয়ে ক্লাবের সদস্যরা এক মাস ধরে নিজেরাই তৈরী করেছে এই মণ্ডপটি। রঙ, তুলির সাহায্যে গ্ৰামের মানুষের জীবনযাত্রার বিভিন্ন ছবি ফুটে উঠেছে মণ্ডপের চারিদিকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -