Kartik Puja 2021 : দেব সেনাপতি কার্তিক কি বিয়ে করেছিলেন? ময়ূর তাঁর বাহন কেন?
প্রতি বছর দুর্গাপুজোয় কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী আসেন দেবী দুর্গার সঙ্গে। আবার কার্তিক মাসের সংক্রান্তিতে কার্তিক ঠাকুরের পুজো হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকার্তিকের অন্যান্যা নাম হল আম্বিকেয়, নমুচি, স্কন্দ, অগ্নিজ, বাহুলেয়, কুমারেশ, কুক্কুটধ্বজ
কার্তিক দেব সেনাপতি। তাঁর বাহন ময়ূর। কেন? বিশ্বাস, ময়ূর খুব সামান্যই নিদ্রা যায়, সদা সতর্ক। তাই দেব সেনাপতির চরিত্রের সঙ্গে মানানসই ।
কার্তিক বড় না গণেশ? এই নিয়ে নানা মত আছে।
পুরাণের এক গল্প বলে, কার্তিক চিরকুমার। অপরদিকে আবার কথিত আছে, কার্তিকের স্ত্রী দেবসেনা ও বল্লি। সুরাপদ্মনকে বধ করার পর দেবরাজ ইন্দ্র নিজ কন্যা দেবসেনার সঙ্গে কার্তিকের বিয়ে দেন। পরে নম্বিরাজের কন্যার সঙ্গে কার্তিকের বিয়ে হয়।
কার্তিকের নানা নাম। আম্বিকেয়, নমুচি, স্কন্দ, অগ্নিজ, বাহুলেয়, ক্রৌঞ্চারতি, শরজ, আরও কত কী
বাংলা ছাড়াও কার্তিক পূজিত হল দক্ষিণ ভারতেও। ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় দক্ষিণ ভারতে কার্তিকের পুজো অধিক জনপ্রিয়। তামিল ও মালয়ালম ভাষায় কার্তিক মুরুগান বা ময়ূরী স্কন্দস্বামী । তামিল বিশ্বাস অনুযায়ী মুরুগান তামিলনাড়ুর রক্ষাকর্তা
কার্তিকের পুজো করা হয় সন্তান কামনায়। ঘরে ঘরে শিবপুত্রকে বন্দনা করা হয় যেমন, তেমন বাংলার কাটোয়া, বাঁশবেড়িয়া, চুঁচুড়ায় মহা ধূমধামে এই পুজো হয়।
কার্তিক বারবণিতাদের দ্বারাও পূজিত হন। বিশ্বাস, রূপবান 'বাবু'র কামনায় তাঁরা এই পুজো করেন।
হুগলির কুণ্ডুগলির নটরাজ কার্তিকের ছবি। হুগলি থেকে সব ছবি দিয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ বন্দ্যোপাধ্যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -