Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Shatrughan attends Kalyan's Puja : 'ওঁর নেতৃত্বে জয়', কল্যাণের পুজোয় শত্রুঘ্ন
তাঁর হাত ধরেই কয়লাখনি এলাকায় প্রথমবার পদ্ম সরিয়ে ফুটেছে ঘাসফুল। ৩ লক্ষেরও বেশি মার্জিনে আসানসোল থেকে জিতেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁকে দাঁড় করিয়ে উপনির্বাচনে তৃণমূল প্রথমবার শুধু আসানসোল কেন্দ্রে বিজেপির থেকে জয়-ই ছিনিয়ে নেয়নি, বিজেপির জয়ের মার্জিনের রেকর্ডও ভেঙে দিয়েছে।
এহেন শত্রুঘ্ন সিন্হার সঙ্গে দিন দিন সম্পর্ক মজবুত হচ্ছে এরাজ্যের। কাজেই বাঙালির সর্ব শ্রেষ্ঠ উৎসবে যে তিনি সামিল হবেন একথা বলাইবাহুল্য !
শ্রীরামপুরে গাঁধী ময়দানে সাংসদ কল্যাণ ব্যানার্জির দুর্গাপুজোয় এলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। ৫ ও ৬ এর পল্লির গাঁধীমাঠের পুজোয় একসঙ্গে ঢাক বাজাতেও দেখা যায় তাঁদের।
পুজোয় যোগ দিতে এসে প্রশংসায় ভরিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।
শত্রুঘ্ন বললেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসানসোলে আমাদের জয় হয়েছে। এখনও পর্যন্ত সবচেয়ে বড় জয়। মা দুর্গার আশীর্বাদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি তৈরি হচ্ছে আমার। আগামী দিনে এঁর সঙ্গে বন্ধুত্ব রাখব।
এই পুজোয় আসতে পেরে আমার স্বপ্ন পূরণ হয়েছে, বলেও মন্তব্য করেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবেন বলে জানান তিনি।
এর পাশাপাশি দুর্গাপুজোকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার পেছনে মুখ্যমন্ত্রীর ভূমিকার কথা তুলে ধরেন।
শত্রুঘ্ন বলেন, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটা সম্ভব হয়েছে। এতে শুধু বাংলা নয়, গোটা দেশ গৌরবান্বিত হয়েছে।
তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা মতো কাজ করে যাব সাংসদ হিসাবে। এখানকার মানুষকে বুকে জড়িয়ে রাখব। বাংলা সর্বধর্ম সমন্বয়ে থাকে। বাংলার মানুষ থাকে সমস্ত শহর । এই প্রদেশের মানুষ এখানে মিলেমিশে থাকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -