Christmas Carnival: হাওড়াতে শুরু ক্রিসমাস কার্নিভাল, থাকছে জিভে জল আনা খাবার-সহ ৫০ টি স্টল
কলকাতার পার্ক স্ট্রিটের ধাঁচে এবার হাওড়াতে শুরু হয়েছে ক্রিসমাস কার্নিভাল (Christmas Carnival)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১২ দিনব্যাপী এই কার্নিভাল বা উৎসব হবে ইছাপুরে ড্রেনেজ ক্যানেল রোডে ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে।
আগামী ২২ ডিসেম্বর এই কার্নিভালের উদ্বোধন করবেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
ফি বছর বড়দিন উপলক্ষে নতুন সাজে সেজে ওঠে ঐতিহ্যবাহী পার্ক স্ট্রিট। আলোর মালা দিয়ে সাজানো হয় অ্যালেন পার্ককে।
এছাড়াও গোটা পার্ক স্ট্রিট ভাসে আলোর বন্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী ভিড় করেন সেখানে।
ঠিক একইভাবে প্রথমবার হাওড়া শহরেও ক্রিসমাস কার্নিভাল পালন করা হবে।
হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, আগামী ২২শে ডিসেম্বর এই উৎসবের সূচনা করবেন রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম।
এই উপলক্ষে একটি থিম সং তৈরি করা হয়েছে। এটা গেয়েছেন বিখ্যাত শিল্পী অরিজিত সিংহ। ওইদিনই এই গানটি রিলিজ করা হবে।
এই পার্কটিকে নানা ধরনের আলো, ক্রিসমাস ট্রি, সান্তাক্লজ এবং অন্যান্য জিনিস দিয়ে সাজানো হবে। এছাড়াও থাকবে মিষ্টি, বিভিন্ন ধরনের খাবার এবং কেনাকাটা নিয়ে ৫০ টি স্টল।
বেলেপোল মোড় থেকে শানপুর মোড় পর্যন্ত ড্রেনেজ ক্যানেল রোড আলো দিয়ে সাজানো হবে। দুপুর দুটো থেকে রাত দশটা পর্যন্ত পার্ক খোলা থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -