Howrah: বড়দিনের আনন্দ ভাগ করে নিতে উলুবেড়িয়ার গড়চুমুক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড়
আজ বড়দিন। বিশেষ দিনটি কি আর ঘরে বসে কাটাতে ভাল লাগে কারও। তাই পর্যটনকেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে সকাল থেকেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই বিশেষ দিনে জমজমাট উলুবেড়িয়ার গড়চুমুক পর্যটন কেন্দ্র। হাজার হাজার মানুষের ভিড় পর্যটন কেন্দ্রে।
প্রতি বছরই এই দিনটি ও তারপর ৩১ শে ডিসেম্বর পর্যন্ত এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে।
দেশে ফের বাড়ছে করোনা। সেই কথা মাথায় রেখে পুলিশের পক্ষ থেকে ক্যাম্প করে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শব্দ দূষণের কথা মাথায় রেখে বন্ধ আছে ডিজে বক্স বাজানো। পুলিশের পক্ষ থেকে চলছে মাইকিং।
কলকাতা থেকে জেলা। উৎসবের মুডে রাজ্যবাসী৷ জমিয়ে শীত নেই তো কী হয়েছে! বড়দিনে ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ, কেক, এসব তো আছে।
আর তাই নিয়েই আজ থেকেই উৎসবে মাতোয়ারা হয়ে উঠবে গোটা রাজ্য। দরজায় কড়া নাড়ছে নতুন বছর। সপ্তাহভর চলবে আগামী বছরকে সাদরে বরণ করে নেওয়ার প্রস্তুতি।
উলুবেড়িয়ার গড়চুমুক পর্যটন কেন্দ্র সেই জেলার উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। শুধু হাওড়া জেলা নয়, বাইরে থেকেও প্রচুর মানুষ শীতকালে এখানে ঘুরতে আসেন।
গত ২ বছর করোনার জন্য অনেক বিধিনিষেধ ছিল। সেভাবে মানুষ বড়দিন হোক বা বর্ষবরণের আনন্দ উপভোগ করতে পারেননি। এবার তাই ছুটির এই দিনটিকে কোনও খামতি রাখতে চাইছে না কেউই।
উৎসবের অজুহাতে হেলমেট না পরেই রাস্তায় বেরিয়ে পড়া। বাইক বাহিনীর দাপাদাপি, মদ্যপান করে গাড়ি চালানো, বড়দিনের রাতে এসব রুখতে কড়া হাতে মোকাবিলার প্রস্তুতি নিয়েছে পুলিশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -