Christmas Day 2021: বড়দিন উপলক্ষে হট্টমেলার আয়োজন, শীতের শহরে শিশুদের ট্রাম সফর
আজ বড়দিন। শীতের আমেজ গায়ে মেখে বেড়ানো, পেটপুজো, একরাশ আনন্দ। কলকাতার পাশাপাশি সেজে উঠেছে জেলাও। ভিড় বাড়ছে পর্যটনকেন্দ্রে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআলোর মালায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট। কোথাও বসানো হয়েছে বড় ক্রিসমাস ট্রি। কোথাও স্বাগত জানাচ্ছে সান্তা।
এর পাশাপাশি অন্যরকম বড়দিন দেখল এই শহর। ৫০ জন পথশিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে নিয়ে ট্রাম সফরের আয়োজন করেছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
শ্যামবাজার থেকে রওনা দিয়ে ধর্মতলায় শেষ হয় সফর। ছোটদের জন্য ছিল খাওয়াদাওয়ার আয়োজন, সান্তার উপহার।
বড়দিনের আগে, শীতের শহরে শিশুদের ট্রাম সফর। ট্রামের ভিতরেই হট্টমেলার আয়োজন।
একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ৫০ জন পথ শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে নিয়ে বড়দিনের আগের দিন, শুক্রবার আয়োজন করা হয় এই ট্রাম সফরের।
শ্যামবাজার ট্রাম ডিপো থেকে শুরু হয় ট্রাম সফর। শেষ হয় ধর্মতলায়।
উদ্যোক্তাদের দাবি, পথশিশু বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি ট্রাম বাঁচানোর বার্তা দেওয়াও ছিল এই সফরের উদ্দেশ্য।
ট্রামে হাজির ছিল সান্তাও। শিশুদের হাতে তুলে দেওয়া হয় উপহার। শিশুদের জন্য ছিল খাওয়াদাওয়ার ব্যবস্থা।
সবমিলিয়ে বড়দিনের আগে ঝলমলে একটা দিন কাটানোর সুযোগ পেল ৫০ জন শিশু। (তথ্য ও ছবি- সৌমিত্র রায়)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -