TMC Shahid Diwas 2022: শহরজুড়ে বিশাল রাজনৈতিক আয়োজন, ২১ জুলাইয়ের সভামঞ্চে কড়া সুরক্ষা
সিঁড়ি তৈরি থেকে, মঞ্চের ওপরের কাজ। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তৃণমূলের একুশের প্রস্তুতি ঘিরে, ধর্মতলা জুড়ে বিশাল রাজনৈতিক আয়োজন। বুধবার সকাল থেকেই দফায় দফায় পরিদর্শনে আসেন পুলিশ আধিকারিকরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্টেজের পিছনদিকে, রয়েছে VVIP entry gate, যেখান দিয়ে ঢুকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পথেই মঞ্চে যাবেন, VVIP নেতারা। পুলিশ সূত্রে খবর, মঞ্চকে কেন্দ্র করে ৮টি জায়গার ছাদ থেকে হবে ভিডিওগ্রাফি। পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে কুইক রেসপন্স টিম। রেডিও ফ্লাইং স্কোয়াড। তৈরি রয়েছে বম্ব ও ডগ স্কোয়াড।
সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যেমে চলবে নজরদারি। কলকাতা পুলিশ সূত্রে খবর, বুধবার রাত ৩টে থেকেই কলকাতার রাস্তায় বন্ধ হয়ে যাবে পণ্যবাহী গাড়ি চলাচল। এছাড়াও বেশ কিছু রুটে যানচলাচল নিয়ন্ত্রণ করা হবে। এসপ্ল্যানেড ও পার্ক স্ট্রিট চত্বরে থাকছে প্রায় ১৫টি জায়েন্ট স্ক্রিন। এছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জায়েন্ট স্ক্রিনে দেখানো হবে সমাবেশ।
ধর্মতলায় ২১শে জুলাইয়ের সভামঞ্চে বেনজির সুরক্ষা। কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে কলকাতাকে। শুধু ধর্মতলা চত্বর ও আশপাশের নিরাপত্তার দায়িত্বে থাকছেন সাড়ে তিন হাজার পুলিশ কর্মী। বহুতলের ছাদ থেকেও চলবে নজরদারি।
বিধানসভা ভোটে জয়ের হ্যাটট্রিক হয়েছে। বঙ্গ বিজয়ের সেই উচ্ছ্বাসও যেন মিশে গেছে তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে কলকাতাকে। কলকাতা পুলিশ সূত্রে খবর, ২১ জুলাইয়ের সমাবেশ ঘিরে
নিরাপত্তার দায়িত্বে থাকছেন ডেপুটি কমিশনার পদমর্যাদার ৩০ জন অফিসার। ৭০ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার এবং ১৫০ জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। এছাড়াও ৭৫০ জন পুলিশ কর্মী থাকছেন বিভিন্ন রাস্তায়। শুধু ধর্মতলা চত্বর ও আশপাশের নিরাপত্তার দায়িত্বে থাকছেন সাড়ে তিন হাজার পুলিশ কর্মী।
এছাড়াও অতিরিক্ত ১ হাজার ট্রাফিক পুলিশ কর্মীকেও নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর কলকাতা পুলিশ সূত্রের খবর, ২১শের সভামঞ্চের পাশেই রাখা হচ্ছে ৫টি অ্যাম্বুল্যান্স, ৫৮টি QRT ভ্যান, ১২টি PCR ভ্যান এবং ১১টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড নজরদারির জন্য ধর্মতলার মঞ্চ ঘিরে বসানো হয়েছে অতিরিক্ত সংখ্যক ক্লোজ সার্কিট ক্যামেরা।
মিছিল চলাকালীন যাতে কোনও অশান্তি না হয়, সেদিকেও কড়া নজর রাখবে পুলিশ। সূত্রের খবর, হাওড়া ব্রিজ, শিয়ালদহ, কলকাতা স্টেশন, গিরিশ পার্ক, হাজরা মোড়, শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে থাকবে পুলিশের টিম।
১১টি জায়গা দিয়ে মিছিলগুলি পৌঁছবে ধর্মতলায় সমাবেশ স্থলে। সে জন্য সড়ক পথের পাশাপাশি নজর রাখা হচ্ছে প্রত্যেকটি ফেরিঘাটে। সেখানে নজরদারি চালাবে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল। ডুবুরির ব্যবস্থাও করে রাখা হচ্ছে বলে কলকাতা পুলিশ সূত্রের খবর।
উল্লেখ্য, এদিন প্রস্তুতি খতিয়ে দেখতে সভাস্থলে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমসহ আরও অনেকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -