Mamata Banerjee: পাহাড়ে ভিন মেজাজে, বাগানে ঢুকে 'চা-শ্রমিক' মুখ্যমন্ত্রী
চা শ্রমিকরা যেমন পোশাক পরেন, তেমন পোশাকই পরে রয়েছেন তিনি। পিঠে রয়েছে বাগান থেকে চা পাতা তুলে জমা করার জন্য বিশেষ ঝুড়ি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর তিনি নিখুঁতভাবে তুলে নিচ্ছেন দুটি পাতা-একটি কুঁড়ি, চালান করে দিচ্ছেন পিঠের ঝুড়িতে। এমন রূপেই এদিন দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
উত্তরবঙ্গ সফরে গিয়ে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী। চা বাগানে শ্রমিক বেশে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। এদিন মকাইবাড়ি চা বাগান পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সেখানে চা বাগানে পাতা তুললেন তিনি, তাঁর পরনে ছিল চা শ্রমিকদের পোশাক।
শুধু পাতাই তুললেন না, বাগানে বাসিন্দাদের সঙ্গে গানের তালে পাও মেলালেন তিনি। এদিন বাগানে আসার পর তাঁকে অভ্যর্থনা জানান বাগান শ্রমিকরা।
সাধারণত সাদামাটা সাদা শাড়ি, কখনও তাতে হালকা রঙের ছোঁয়া। শীতে গায়ে একটা শাল বা চাদর জড়ানো। এমন ভাবেই অধিকাংশ সময়ে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এর আগে পাহাড়েও এভাবেই হাঁটতে দেখা গিয়েছে তাঁকে।
এবার অন্যরকম। বৃহস্পতিবার মকাইবাড়িতে তাঁকে দেখা গেল অন্য মেজাজে। চা পাতা তোলার ফাঁকে তাঁকে টুকটাক নির্দেশ দিতেও দেখা গেল।
এদিন বাগানের শ্রমিক-বাসিন্দাদের হাতে নিজে হাতে উপহারও তুলে দেন তিনি। মহিলাদের হাতে উপহার তুলে দেন। পরে শিশুদের জন্য আলাদা করে উপহার তুলে দেন তিনি।
পারিবারিক অনুষ্ঠানের জন্য পাহাড়ে গিয়েছেন মুখ্য়মন্ত্রী। আগেই সেখানে পৌঁছেছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়।
মুখ্যমন্ত্রী এমন রূপ নতুন নয়। এর আগে অনেকসময়েই ভিন মেজাজে দেখা গিয়েছে তাঁকে। এই বছরেই জুনে পঞ্চায়েত ভোট প্রচারের সময় মালবাজারের চালসায় গিয়েছিলেন তিনি। সেখানে তিনি ঢুকে পড়েন একটি চায়ের দোকানে। কাগজের কাপ সাজিয়ে, নিজের হাতে কেটলি করে চা ঢেলেছিলেন তিনি।
তার আগে, ২০১৯ সালে দিঘা সফরে গিয়ে নিজে চা বানিয়েছিলেন তিনি। এর আগের বছরে দার্জিলিং সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়, তখন মর্নিংওয়াকে বেরিয়ে দার্জিলিং চিড়িয়াখানা পর্যন্ত হেঁটে গিয়েছিলেন। ফেরার পথে রাস্তার পাশে একটি দোকানে ঢুকে পড়েছিলেন। আড্ডা দিতে দিতে বানিয়ে ফেলেছিলেন মোমো। সেবারই পাহাড়ের রাস্তায় বাচ্চাদের নিজে হাতে ফুচকা বিলিও করেছিলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -