Darjeeling Snowfall: পাহাড়ে ঘুরতে যাচ্ছেন? তার আগেই তুষারপাত সান্দাকফুতে
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বিধ্বস্ত চেন্নাই। তার প্রভাবে বাংলার আবহাওয়াতেও বৃষ্টির প্রকোপ। ভরা ডিসেম্বরে মেঘে ঢেকেছে আকাশ, বৃষ্টিও হচ্ছে। হোঁচট খেয়েছে শীত। এই সময়েই হাসি ফোটাল তুষারপাতের খবর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপশ্চিমবঙ্গের সান্দাকফুতে হল তুষারপাত। যা পর্যটকদের জন্য অত্যন্ত খুশির খবর। সান্দাকফু পাহাড় ও লাগোয়া এলাকায় বরফ পড়েছে।
বরফে ঢেকে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। রাস্তা সাদা-বাড়ির ছাদও সাদা। তার মধ্যেই গুঁড়োগুঁড়ো বরফ ঝরে পড়ছে- দেখা যাচ্ছে ভিডিওয়।
দার্জিলিং পাহাড় এলাকার বিভিন্ন জায়গায় হঠাৎ বৃষ্টি হয়েছে। তার জেরে প্রবল ঠান্ডাও পড়েছে। কার্শিয়াংয়েও বৃষ্টি পড়েছে এবং তার জেরে বেশ ঠান্ডা পড়েছে।
ফলে এই সময়ে যাঁরা পাহাড়ে ঘুরতে গিয়েছেন তাঁরা তুষারপাত উপভোগ করতেই পারেন। বরফ পড়ার খবর পেয়ে পর্যটকরা ভিড় করতে পারেন বলেও মনে করা হচ্ছে।
এদিন সান্দাকফুতে যে তুষারপাত হয়েছে তা মরসুমের প্রথম তুষারপাত বলে জানানো হচ্ছে। এর মধ্যে আবার তুষারপাত হতে পারে বলেও মনে করা হচ্ছে।
এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে,শুক্রবার থেকেই আবহাওয়া পরিবর্তন হবে। শনিবার থেকে ফিরতে পারে শীতের আমেজ। আগামী মঙ্গলবারের মধ্য়ে রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি নামতে পারে।
যদিও দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে জানানো হচ্ছে সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়।
শনিবার থেকে বাংলায় শীতের আমেজ ফিরতে পারে। আগামী মঙ্গলবারের মধ্য়ে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -