Mamata Banerjee:সরকারি প্রকল্পের উদ্বোধন থেকে বিজেপিকে তোপ! খেজুরিতে দিনভর মুখ্যমন্ত্রী...
৩ দিনের সফরে আজ পূর্ব মেদিনীপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এর মধ্যে ঠাকুরনগরের খেজুরি-১ অঞ্চলে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে একাধিক সরকারি প্রকল্প উদ্বোধন করেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকই দিনে রাজ্যবাসীকে মহাবীর জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনও জানান মুখ্যমন্ত্রী।
এদিন খেজুরির সভায় তিনি বলেন, 'অনেকদিন বাদে আমি ভোটের পর সম্ভবত এখানে আবার এলাম।'
আঙুল তোলেন সিপিএমের দিকে। তাঁর কথায়, 'একসময় খেজুরিতে ঢোকা যেত না। সিপিএমের অত্য়াচারে মানুষ অত্য়াচারিত হতেন।'
বিঁধতে ছাড়েননি বিজেপিকেও। বলেন, 'সিপিএমের হার্মাদরা বিজেপির ওস্তাদ। আমাদের ছেলেদের জেলে ঢুকিয়ে ভাবছে চিরদিন চলে যাবে।'
মনে করান, ওবিসি ছেলেমেয়েদের বৃত্তি বন্ধ করে দেওয়া হয়েছে। সঙ্গে অবশ্য বলেন,' আমি মেধাশ্রী করে দিয়েছি।'
আরও বলেন, 'আমি খাদ্য়, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্যসাথী বন্ধ করব না। জল, রাস্তা তৈরি বন্ধ করব না। ১০০ দিনের কাজ অন্তত ৫০ দিনের জন্য় করব।'
রিষড়ার অশান্তির কথা বলেও বিজেপিকে একহাত নেন তিনি। পরে জানান, এদিনের প্রশাসনিক সভাস্থল থেকে প্রায় ৩ লক্ষ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হয়েছে। উদ্বোধন হয়েছে একাধিক প্রকল্পের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -