Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Durga Puja 2023: লাঠিখেলা এই পুজোর অঙ্গ! ১০৫ বছরে পা বাগবাজার সর্বজনীনের
অষ্টমীর সকাল থেকেই শুরু দুর্গাপুজোর প্রস্তুতি। বাগবাজার সর্বজনীনে সকাল থেকেই শুরু পুজো। কলকাতার এই বারোয়ারির বয়স ১০০ বছরেরও বেশি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতার এই প্রাচীন পুজো শতবর্ষ পেরিয়েছে। এবার ১০৫ বছরে পা দিল বাগবাজার সর্বজনীনের পুজো।
অনেকদিন ধরেই কলকাতার নানা নামকরা পুজো থিম পুজোয় মেতেছে। হাতেগোনা যে কয়েকটি বারোয়ারি পুজো এখনও সাবেকি পুজো করে আসছে। এটি সেগুলির মধ্যেই একটি
থিমের জোয়ারে গা না ভাসিয়ে, সাবেকি মেজাজ আঁকড়ে রয়েছে উত্তর কলকাতার এই পুজো। বরাবরের মতো এবারও প্রতিমার ডাকের সাজ।
সকালে আরতি শুরু হয়েছে বাগবাজার সর্বজনীনের পুজোয়। পঞ্জিকা, তিথি-নক্ষত্র মেনে কঠোর নিয়মে দেবী আরাধনা হয় এখানে। অঞ্জলি দেওয়ার জন্য ভিড় করেছেন দর্শনার্থীরা
বাগবাজার সর্বজনীনের পুজোর পরতে পরতে জড়িয়ে আছে ইতিহাস। জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপটে এই পুজোর সূচনা হয়।
নেতাজি সুভাষচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, নলিনীরঞ্জন সরকার-সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই পুজোর সঙ্গে জড়িয়ে ছিলেন।
বাগবাজার সর্বজনীনের পুজোর একটি বিশেষ প্রথা হল বীরাষ্টমী। লাঠি খেলার মাধ্যমে বাগবাজার সর্বজনীনে বীরাষ্টমী প্রথা পালন করা হয়।
ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে বাংলার বিপ্লবীদের শরীরচর্চার অন্যতম অঙ্গ ছিল লাঠিখেলা, তরোয়াল খেলা এবং কুস্তি। ধীরে ধীরে তা মাতৃ আরাধনার অঙ্গ হয়ে যায়।
সেই প্রথা মেনে এবারও মহাষ্টমীতে বাগবাজার সর্বজনীনে লাঠি খেলার আয়োজন করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -