Durga Puja : ৪০০ টাকাতেই জমজমাট খাওয়া-ঘোরা, রইল পরিবহন দফতরের পুজো পরিক্রমার খুঁটিনাটি
পুজোর দিনগুলো আনন্দমুখর করে তুলতে বিশেষ উদ্যোগ। পশ্চিমবঙ্গের পরিবহন দফতরের তরফে খাওয়া থেকে ঘোরা, করা হয়েছে সম্পূর্ণ প্যাকেজে বন্দোবস্ত। সড়কপথ থেকে জলপথে পুজো দেখার থাকছে ব্যবস্থা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুজো পরিক্রমা করাবে যে বাস/ ট্রাম/ লঞ্চ, সেখানে থাকবে যাত্রী সহায়ক থেকে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম । অনলাইন ও অফলাইন দু'ভাবেই করা যাবে প্যাকেজের টিকিট বুকিং।
বিভিন্ন পুজো প্যাকেজের সবথেকে কম ৪০০ টাকার। নন-এসি বাসে শহরতলি থেকে কলকাতার পুজো ভ্রমণ। সবথেকে বেশি ১৯০০ টাকা। যেক্ষেত্রে বিলাসবহুল বাসে করানো হবে পুজো পরিক্রমা।
নন-এসি বাসে হাওড়া ও টালিগঞ্জ সিটিসি বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি ৪০০ টাকা, বারাসাত কলোনি মোড়, ডানলপ ও ব্যারাকপুর থেকে ৪৫০ টাকা ও বাহড়া থেকে জনপ্রতি ৫৫০ টাকা করে টিকিটের মূল্য। ৫ বছর ও তার ঊর্ধ্বে কারোর ক্ষেত্রে যে ভাড়া। সপ্তমী ও নবমীতে যে বাসগুলি ছেড়ে দেখাবে উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ পুজো।
এসপ্ল্যানেড (জনপ্রতি ১৮০০ টাকা) ও বারাসাত (জনপ্রতি ১৯০০ টাকা) থেকে বাতানুকুল ভলভো বাসে চড়েও উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ পুজো দেখার সুযোগ থাকছে। সপ্তমী ও নবমীর দিনে যে পরিক্রমার মাঝে বাসেই থাকবে স্ন্যাক্স, চা/কফি ও লাঞ্চের ব্যবস্থাও।
ভলভো বাসে চড়ে কলকাতার বনেদী বাড়ির ঠাকুর দেখার প্যাকেজেও রয়েছে। সেখানে ভাড়া জনপ্রতি ১৯০০ টাকা। ৫ বছরের নিচের শিশুদের কোনও ভাড়া লাগবে না। তবে সেক্ষেত্রে সিট সংরক্ষণ করা যাবে না। ৫ থেকে ১০ বছরের মধ্যে বাচ্চাদের ক্ষেত্রে দিতে হবে ১৩০০ টাকা। এই প্যাকেজে জলখাবার, লাঞ্চ থেকে বিকেলের স্ন্যাক্স, ব্যবস্থা থাকবে সবকিছুর। সপ্তমী, অষ্টমী ও নবমীতে হবে যে পরিক্রমা।
জলপথেও থাকছে ঠাকুর দেখানোর ব্যবস্থা। পশ্চিমবঙ্গ পরিবহন দফতরের তরফে উত্তর কলকাতার দর্শনীয় পুজোগুলো দেখানো হবে সেক্ষেত্রে। দর্শনার্থীদের জন্য আনুমানিক ঘণ্টা খানেক লঞ্চ সফরে থাকবে চা, স্ন্যাকসের ব্যবস্থাও। এক্ষেত্রে ভাড়া জনপ্রতি ৭৫০ টাকা।
শহর থেকে দূরে পুজো দেখানোর ব্যবস্থাও রয়েছে। বসিরহাটের কাছে ধান্যকুড়িয়া ও আড়াবালিয়ার জন্য জনপ্রতি ১৮০০ টাকা লাগবে। থাকবে দুপুরের ভোগ, জলখাবার। আর মহাঅষ্টমীর দিনে কামারপুকুর জয়রামবাটিতে নন-এসি বাসে জনপ্রতি ৬০০ ও ৭০০ টাকায় (কলকাতা ও বারাসাতের ক্ষেত্রে) ঘোরানো হবে।
এসি ট্রামে চড়েও জনপ্রতি ৬০০ টাকায় চা স্ন্যাকস সহযোগে ঘুরতে ঘুরতে উত্তর ও দক্ষিণ কলকাতার পুজো দেখার ব্যবস্থা থাকছে।
বিভিন্ন প্যাকেজে অনলাইনে বুক করতে ও আরও বিস্তারিত জানতে লগ ইন করুন পশ্চিমবঙ্গ পরিবহন দফতরের ওয়েবসাইট www.wbtconline.in-এ। হোয়াটসঅ্যাপে যোগাযোগের নম্বর- 9830177000। পরিবহন দফতরের অফিসে গিয়েও সরাসরি কাটতে পারেন টিকিট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -