Exit Poll 2024
(Source: Poll of Polls)
Kanchenjunga Hills: মেঘ সরিয়ে উঁকি ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার, খুশি পর্যটকরা
ঝলমলে পাহাড়। দেখা গেল ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। শুক্রবার দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং-তিন জায়গা থেকেই স্পষ্ট দেখা গিয়েছে তুষারে ঢাকা শৃঙ্গ। ছবি ও তথ্য: মোহন প্রসাদ
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত কয়েকদিন, ধরে টানা বৃষ্টি হয়েছে পাহাড়ে। মেঘের আড়ালে লুকিয়ে ছিল কাঞ্চনজঙ্ঘা। কদিন ধরে প্রবল বৃষ্টিপাতের কারণে এবার পরিষ্কার হয়েছে আকাশ। ফলে দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘার। ছবি ও তথ্য: মোহন প্রসাদ
ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যই দার্জিলিঙে ভিড় করেন বহু দেশ-বিদেশের পর্যটক। বছরের প্রায় সারা সময়েই পর্যটকদের ভিড় লেগে থাকে দার্জিলিঙে। আরও অসংখ্য বিষয় থাকলেও প্রধান আকর্ষণ কাঞ্চনজঙ্ঘাই। ছবি ও তথ্য: মোহন প্রসাদ
ঘুম, সান্দাকফু থেকে টাইগার হিল। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। আরও একটু দূরে মিরিক লেক। দার্জিলিংকে কেন্দ্র করে ছড়িয়ে রয়েছে অসংখ্য পর্যটনস্থল। আশেপাশে একাধিক অফবিট ঘোরার জায়গাও রয়েছে। কিন্তু যেখানেই পর্যটকরা যান, কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেলে সম্পূর্ণ হয় না ঘোরাটা। ছবি ও তথ্য: মোহন প্রসাদ
এখন যদিও বর্ষাকাল। এই সময়ে পাহাড়ে যাওয়ার ঠিক আদর্শ সময় নয়। তবুও দেখা পাওয়া যাচ্ছে পর্যটকদের। আর ঠিক এইসময়েই রোদ ঝলমলে পাহাড় দেখে খুশি তাঁরা। এদিন সকাল থেকেই দার্জিলিঙের নানা ফভইউ পয়েন্ট থেকেই দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘার। ছবি ও তথ্য: মোহন প্রসাদ
দার্জিলিং জেলার সদর শহর দার্জিলিং। রাজ্যপালের একটি বাসভবন রয়েছে দার্জিলিং শহরে। রয়েছে বিখ্যাত মহাকাল মন্দিরও। বাংলার একাধিক ইতিহাস জড়িয়ে রয়েছে বাংলার এই শৈলশহরের সঙ্গে। বহু মনীষীর বাড়িও রয়েছে দার্জিলিঙে। দার্জিলিং বিখ্যাত তার কমলালেবু আর চায়ের জন্যও। ছবি ও তথ্য: মোহন প্রসাদ
গত কয়েকদিন বৃষ্টি হলেও, এদিন ভরপুর রোদ উঠেছে। আর তাতেই বেশ গরম অনুভূত হয়েছে পাহাড়ে। শুক্রবার রোদ ওঠায় গত কয়েকদিনের থেকে বেশ খানিকটা বদল হয়েছে আবহাওয়ায়। ছবি ও তথ্য: মোহন প্রসাদ
মূলত গ্রীষ্মকালে স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বর্ষায় সময়ে অধিকাংশ সময়েই মেঘের আড়ালে থাকে কাঞ্চনজঙ্ঘা। পাহাড়ের আবহাওয়া ভীষণরকম অনিশ্চিত। কখন কী হবে কেউ বলতে পারে না। ঘোর বর্ষাতেও প্রকৃতির খেয়াল হলে যে দেখা মিলতে পারে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার, তার প্রমাণ মিলল এ দিনেই। ছবি ও তথ্য: মোহন প্রসাদ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -