KMC Election 2021: গণতন্ত্রের উৎসবে সামিল টালিগঞ্জ, পুরভোটের লাইনে তারকারাও
পুরভোট নিয়ে আজ শহরজুড়েই রীতিমত উৎসব আবহ। পুরভোট উপলক্ষে ছুটির মেজাজ স্টুডিও পাড়া থেকে রেকর্ডিং স্টুডিও, সর্বত্র৷ নাকতলা হাইস্কুলে ভোট দিতে আসেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক। তিনি বলেন, উৎসবের মতো ভোট হচ্ছে। প্রবীণদেরও দেখতে পাচ্ছি গণতন্ত্র বাঁচানোর জন্য এসেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন ভোট দিতেব আসেন তৃণমূল বিধায়ক ও অভিনেতা রাজ চক্রবর্তী। তিনি বলেন, একদম শান্তিপূর্ণ ভোট হচ্ছে। মিনিমাম ১৩৮ আসনে জিতব। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই।
স্ত্রীকে নিয়ে চারুচন্দ্র কলেজে ভোট দিতে আসেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ। তিনি বলেন, ভোট দিতে গেলে সবাই ছবি তুলতে চায়। এবারও হয়েছে।
বাবা দেবাশিস কুমারের সঙ্গে ভোট দিতে এলেন অভিনেত্রী দেবলীনা কুমারও। ভোট দিয়ে বেড়িয়ে হাসিমুখে সাংবাদিকদের ছবি তোলার অনুরোধ রাখেন তিনি।
কলকাতার প্রাক্তন শেরিফ ও অভিনেতা রঞ্জিৎ মল্লিকও এদিন ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি বলেন, মনেপ্রাণে চাই সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিকে। ভোট দেওয়া প্রত্যেকের অধিকার। সবাই যেন নিজের মতো করে ভোট দিতে পারেন।
অন্যদিকে, রবিবার সকালে ভোট দিয়েই বিস্ফোরক রূপা গঙ্গোপাধ্যায়। 'টাকার বিনিময়ে প্রার্থী করা হয়েছে বলে ফের দাবি করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ।
এবছরও ভোট দিতে পারেননি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ভোট দিতে এলেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য। মায়ের সঙ্গে ছিলেন মেয়ে সুচেতনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -