Durga Puja 2022: মা আসছেন কৈলাস থেকে, খাতিরযত্ন শিশমহলেই, সেজে উঠছে মহম্মদ আলি পার্ক
কৈলাস থেকে ধরাধামের রাস্তা কম নয়। তাই ছেলেমেয়ে নিয়ে ক’দিন যাতে বিশ্রাম নিতে পারেন দেবী, তার জোর প্রস্তুতি চলছে মহম্মদ আলি পার্কের পুজোয়। এ বছর চোখ ধাঁধানো আয়োজন সেখানে। দেবীর জন্য গড়ে তোলা হচ্ছে আস্ত শিশমহল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশহরের অন্যতম জনপ্রিয় পুজো মহম্মদ আলি পার্কের পুজো। এ বছর ৫৪ বছর পূর্তি। এ বার দেবী অধিষ্ঠিত হবেন আস্ত শিশমহলে।
রাজস্থানের শিশমহলের আদলে গড়ে তোলা হচ্ছে প্যান্ডেল। ইংরেজিতে যা মিরর প্যালেস নামে পরিচিত, তার টানে প্রতিবছর দেশ-বিদেশের মানুষ ছুটে যান রাজস্থানে।
তিলোত্তমাবাসীকে এ বার নিজের শহরেই সেই শিশমহল উপহার দিচ্ছে মহম্মদ আলি পার্ক পুজো কমিটি। মূল্যবান পাথর, কাচ, কারুকাজ করা ছবিতে সাজিয়ে তোলা হচ্ছে মণ্ডপ। তাতে শেষ মুহূর্তের পরশ ছোঁয়াতে ব্যস্ত শিল্পীরা।
কলকাতা থেকেও বহু মানুষ রাজস্থান বেড়াতে যান। কিন্তু নানা কারণে গত দু’বছর বেড়াতে যাওয়া হয়নি তাঁদের। তাই কলকাতায় বসেই শিশমহল প্রত্যক্ষ করার অনুরোধ জানিয়েছিলেন।
সেই অনুরোধ রাখতেই রাজস্থানের বিগত দিনের সেই সংস্কৃতি এবং ঐতিহ্যকেই তুলে আনা হচ্ছে শহরে। এখনও পর্যন্ত যে ভাবে কাজ চলছে, তাতে প্যান্ডেলে ঢুকে রাজকীয় পরিবেশে প্রবেশের অনুভূতি হতে বাধ্য।
হাজার হাজার কাচের প্রতিফলন, মণ্ডপ এবং আলোকসজ্জা প্রাণবন্ত করে তুলবে প্যান্ডেলকে। রাজস্থানের ঐতিহাসিক প্রাসাদের ইতিহাস পুনরুজ্জীবিত হয়ে উঠবে শহর কলকাতার বুকে।
প্যান্ডেলে এমন সব চিত্র এবং শিল্পকর্ম থাকছে, যা মানুষকে বিস্মিত এবং মুগ্ধ করবে সকলকে। তাই আগের মতোই ভিড় জমবে বলে আশাবাদী পুজো কমিটি।
কলকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম মহম্মদ আলি পার্কের পুজো। ১৯৬৯ সাল থেকে এই পুজো হয়ে আসছে।
পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, পুজো নিয়ে অলিখিত প্রতিযোগিতায় যেতে আগ্রহী নন তাঁরা। শুধু ঐতিহ্য ধরে রাখাই তাঁদের লক্ষ্য। শিশমহেলর আদলে প্যান্ডেল তৈরি তারই অঙ্গ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -