Durga Puja 2022: মা আসছেন কৈলাস থেকে, খাতিরযত্ন শিশমহলেই, সেজে উঠছে মহম্মদ আলি পার্ক
Muhammad Ali Park: মহম্মদ আলি পার্কের শেষমুহূর্তের প্রস্তুতি চলছে। দলে দলে দর্শনার্থীরা ভিড় করবেন বলে আশাবাদী পুজো কর্তৃপক্ষ।
মহম্মদ আলি পার্কের শেষমুহূর্তের প্রস্তুতি চলছে।
1/10
কৈলাস থেকে ধরাধামের রাস্তা কম নয়। তাই ছেলেমেয়ে নিয়ে ক’দিন যাতে বিশ্রাম নিতে পারেন দেবী, তার জোর প্রস্তুতি চলছে মহম্মদ আলি পার্কের পুজোয়। এ বছর চোখ ধাঁধানো আয়োজন সেখানে। দেবীর জন্য গড়ে তোলা হচ্ছে আস্ত শিশমহল।
2/10
শহরের অন্যতম জনপ্রিয় পুজো মহম্মদ আলি পার্কের পুজো। এ বছর ৫৪ বছর পূর্তি। এ বার দেবী অধিষ্ঠিত হবেন আস্ত শিশমহলে।
3/10
রাজস্থানের শিশমহলের আদলে গড়ে তোলা হচ্ছে প্যান্ডেল। ইংরেজিতে যা মিরর প্যালেস নামে পরিচিত, তার টানে প্রতিবছর দেশ-বিদেশের মানুষ ছুটে যান রাজস্থানে।
4/10
তিলোত্তমাবাসীকে এ বার নিজের শহরেই সেই শিশমহল উপহার দিচ্ছে মহম্মদ আলি পার্ক পুজো কমিটি। মূল্যবান পাথর, কাচ, কারুকাজ করা ছবিতে সাজিয়ে তোলা হচ্ছে মণ্ডপ। তাতে শেষ মুহূর্তের পরশ ছোঁয়াতে ব্যস্ত শিল্পীরা।
5/10
কলকাতা থেকেও বহু মানুষ রাজস্থান বেড়াতে যান। কিন্তু নানা কারণে গত দু’বছর বেড়াতে যাওয়া হয়নি তাঁদের। তাই কলকাতায় বসেই শিশমহল প্রত্যক্ষ করার অনুরোধ জানিয়েছিলেন।
6/10
সেই অনুরোধ রাখতেই রাজস্থানের বিগত দিনের সেই সংস্কৃতি এবং ঐতিহ্যকেই তুলে আনা হচ্ছে শহরে। এখনও পর্যন্ত যে ভাবে কাজ চলছে, তাতে প্যান্ডেলে ঢুকে রাজকীয় পরিবেশে প্রবেশের অনুভূতি হতে বাধ্য।
7/10
হাজার হাজার কাচের প্রতিফলন, মণ্ডপ এবং আলোকসজ্জা প্রাণবন্ত করে তুলবে প্যান্ডেলকে। রাজস্থানের ঐতিহাসিক প্রাসাদের ইতিহাস পুনরুজ্জীবিত হয়ে উঠবে শহর কলকাতার বুকে।
8/10
প্যান্ডেলে এমন সব চিত্র এবং শিল্পকর্ম থাকছে, যা মানুষকে বিস্মিত এবং মুগ্ধ করবে সকলকে। তাই আগের মতোই ভিড় জমবে বলে আশাবাদী পুজো কমিটি।
9/10
কলকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম মহম্মদ আলি পার্কের পুজো। ১৯৬৯ সাল থেকে এই পুজো হয়ে আসছে।
10/10
পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, পুজো নিয়ে অলিখিত প্রতিযোগিতায় যেতে আগ্রহী নন তাঁরা। শুধু ঐতিহ্য ধরে রাখাই তাঁদের লক্ষ্য। শিশমহেলর আদলে প্যান্ডেল তৈরি তারই অঙ্গ।
Published at : 22 Sep 2022 04:38 PM (IST)