Durga Puja- UNESCO Heritage:শীতের শহরে শারদ সুর, কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতিতে পদযাত্রা
কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি। সেই স্বীকৃতির উদযাপনের ছবি দেখল কলকাতা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅ্যাকাডেমি অফ ফাইন আর্টস থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হল পদযাত্রা। সামিল হলেন শিল্পী, কলাকুশলী থেকে পুজো উদ্যোক্তারা।
শীতের শহরে শারদ সুর। পৌষের রোদ গায়ে মেখে তিলোত্তমা মেতে উঠল আশ্বিনের আনন্দে। বছর শেষে ঢাকের তালে উত্সবের আবহ।
বাদ গেল না বাউলের সহজিয়া সুর। ছৌ নাচের ছন্দ। ফুটে উঠল বাংলার নানা সংস্কৃতি।
UNESCO-র হেরিটেজ স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো। তারই উদ্যাাপনে বুধবার পদযাত্রা করলেন পুজো কমিটির উদ্যোক্তা, শিল্পী, কলাকুশলী ও সাধারণ মানুষ।
অ্যাকাডেমি অফ ফাইন আর্টস থেকে শুরু হয় পদযাত্রা। উপস্থিত ছিলেন পুজো উদ্যোক্তা তথা পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ তৃণমূল বিধায়ক ও পুজোর উদ্যোক্তা দেবাশিস কুমার।
গত ১৫ তারিখ, কলকাতার দুর্গাপুজোকে Intangible Cultural Heritage স্বীকৃতি দিয়েছে UNESCO।
সংস্থার তরফে জানানো হয়েছে, ধর্ম এবং শিল্পের মেলবন্ধনের জন্যেই দুর্গাপুজোকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
সেই স্বীকৃতির উদ্যােপনেই এদিন উত্সবমুখর হয়ে উঠল তিলোত্তমা। শিল্পী সুশান্ত পাল বলেন, “উত্সব বিশ্বজনীন। আজকে থেকে ২০২২-এর পুজোর সূচনা হয়ে গেল’’
পদযাত্রা শেষ হয় ডোরিনা ক্রসিং-এ। ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে টাঙানো হয় বিশাল থ্যাংকস ব্যানার। (ছবি ও তথ্য- সঞ্চয়ন মিত্র)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -