Durga Puja- UNESCO Heritage:শীতের শহরে শারদ সুর, কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতিতে পদযাত্রা
ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে থ্যাংকস ব্যানার
1/10
কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি। সেই স্বীকৃতির উদযাপনের ছবি দেখল কলকাতা।
2/10
অ্যাকাডেমি অফ ফাইন আর্টস থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হল পদযাত্রা। সামিল হলেন শিল্পী, কলাকুশলী থেকে পুজো উদ্যোক্তারা।
3/10
শীতের শহরে শারদ সুর। পৌষের রোদ গায়ে মেখে তিলোত্তমা মেতে উঠল আশ্বিনের আনন্দে। বছর শেষে ঢাকের তালে উত্সবের আবহ।
4/10
বাদ গেল না বাউলের সহজিয়া সুর। ছৌ নাচের ছন্দ। ফুটে উঠল বাংলার নানা সংস্কৃতি।
5/10
UNESCO-র হেরিটেজ স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো। তারই উদ্যাাপনে বুধবার পদযাত্রা করলেন পুজো কমিটির উদ্যোক্তা, শিল্পী, কলাকুশলী ও সাধারণ মানুষ।
6/10
অ্যাকাডেমি অফ ফাইন আর্টস থেকে শুরু হয় পদযাত্রা। উপস্থিত ছিলেন পুজো উদ্যোক্তা তথা পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ তৃণমূল বিধায়ক ও পুজোর উদ্যোক্তা দেবাশিস কুমার।
7/10
গত ১৫ তারিখ, কলকাতার দুর্গাপুজোকে Intangible Cultural Heritage স্বীকৃতি দিয়েছে UNESCO।
8/10
সংস্থার তরফে জানানো হয়েছে, ধর্ম এবং শিল্পের মেলবন্ধনের জন্যেই দুর্গাপুজোকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
9/10
সেই স্বীকৃতির উদ্যােপনেই এদিন উত্সবমুখর হয়ে উঠল তিলোত্তমা। শিল্পী সুশান্ত পাল বলেন, “উত্সব বিশ্বজনীন। আজকে থেকে ২০২২-এর পুজোর সূচনা হয়ে গেল’’
10/10
পদযাত্রা শেষ হয় ডোরিনা ক্রসিং-এ। ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে টাঙানো হয় বিশাল থ্যাংকস ব্যানার। (ছবি ও তথ্য- সঞ্চয়ন মিত্র)
Published at : 22 Dec 2021 06:28 PM (IST)