UPSC Preparation: UPSC পরীক্ষায় ভয়? ঠিকমতো প্রস্তুতি নিলে সহজেই মিলবে জয়
ভারতের সবচেয়ে কঠিন সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষা বলা হয় একে। UPSC-এর প্রস্তুতিও তাই অন্য পরীক্ষার চেয়ে অনেকটাই আলাদা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই বছর ২৮ মে UPSC ২০২৩-এর প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে। যাঁরা ভবিষ্যতে এই পরীক্ষায় বসবেন ভাবছেন, তাঁদের কিন্তু গোড়া থেকেই কয়েকটি বিষয়ে স্পষ্ট ধারণা রাখতে হবে।
পরীক্ষার ধরন, কীভাবে প্রশ্ন আসে। কী কী পদ্ধতিতে গোটা পরীক্ষা হয়, প্রস্তুতির আগে সেইদিকগুলি ভাল করে দেখে নিতে হবে।
অবজেক্টিভ ও সাবজেক্টিভ- দুইরকম প্রশ্নই থাকে এই পরীক্ষায়। প্রিলিমিনারি পরীক্ষা প্রাথমিক স্তরের পরীক্ষা। তারপরে হয় মেইনস। মেইনস-এর পরীক্ষা ডেসক্রিপটিভ হয়।
সাম্প্রতিক সময়ে যা যা ঘটনা ঘটেছে সেইগুলি নিয়ে পড়াশোনা করে রাখতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা রাখতে হবে।
বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপারে ভাল করে পড়াশোনা করা প্রয়োজন। সাধারণ জ্ঞানের ভাণ্ডার ভাল রাখতে হবে। UPSC পরীক্ষার জন্য যা খুব প্রয়োজন।
নানা বই পড়তে যেমন হবে। তেমনই নিজের নোটস নিজেকেই বানাতে হবে। নিজের মতো করে নোটস বানালে পড়াশোনায় সুবিধাও হবে, বিপুল বড় সিলেবাসও শেষ করা যাবে।
পরীক্ষায় ভাল ফল করতে গেলে অভ্যাসের বিকল্প হয় না। বারবার পরীক্ষা দিতে হবে। সেই কারণেই মক টেস্ট দেওয়াও অভ্যেস করতে হবে।
আগের বছরের প্রশ্নপত্র ভাল করে নজর করতে হবে। কী প্যাটার্নে, কী কী প্রশ্ন এসেছে সেগুলি ভাল করে সলভ করতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -