Abesh Banerjee Wedding: পাহাড়ের কোলে বিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আবেশের, কনে কে ?
কার্শিয়ঙে মুখ্য়মন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্য়োপাধ্য়ায়ের বিয়ের অনুষ্ঠান। কার্শিংয়ে থাকলেও, বিয়ের অনুষ্ঠানে যাননি মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তখন তিনি সময় কাটাচ্ছিলেন চা শ্রমিকদের সঙ্গে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকার্শিয়ঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ের অনুষ্ঠান। ছিলেন কার্তিক বন্দ্যোপাধ্যায় ও পরিবারের অন্যরা (বিঃদ্রঃ - এই ছবির ক্যাপশনে আবেশ বন্দ্যোপাধ্যায়ের নামের জায়গায় ভুল করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা হয়েছিল। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী)
ওই অনুষ্ঠানে যোগ দিতে আগেই পৌঁছেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সস্ত্রীক বিয়ের অনুষ্ঠানে ছিলেন তিনি।
তৃণমূলের একঝাঁক নেতা উপস্থিত ছিলেন এই বিয়ের অনুষ্ঠানে। পাহাড়-শিলিগুড়ি থেকে কলকাতা-সমতল উপস্থিত ছিলেন অনেকেই।
উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, গৌতম দেব থেকে শুরু করে আরও অনেকে, ছিলেন পাহাড়ে তৃণমূলের নেত্রী শান্তা ছেত্রী
সাবেকি নেপালি পোষাকে সেজেছিলেন আবেশ বন্দ্যোপাধ্যায় এবং নববধূ। ছিমছামভাবে আয়োজন ছিল বিয়ের জায়গায়।
অনুষ্ঠানের একফাঁকে খোশমেজাজে কার্তিক বন্দ্যোপাধ্যায়, শান্তা ছেত্রী।
শোনা যাচ্ছে পেশায় ডাক্তার আবেশের বধূও নাকি পেশায় একজন চিকিৎসক।
সকাল থেকেই বিয়ের অনুষ্ঠানের জন্য ছিল তুমুল ব্যস্ততা। আয়োজনে ছিলেন বহু লোক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -