WB Weather Forecast: সঙ্গে ছাতা রাখবেন কোন জেলার বাসিন্দারা? কোথায় গরমে অস্বস্তি?
West Bengal Weather Update: শনিবার পর্যন্ত কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবার বেশ কিছু জেলায় ৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ
ফাইল চিত্র- পিটিআই
1/10
দোলের দিনই সন্ধেয় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সাক্ষী থেকেছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কিন্তু তারপরেই বেড়েছে গরম।বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মার্চের শেষে কলকাতায় পারদ উঠতে পারে ৩৬ ডিগ্রিতে। মাঝ চৈত্রেই রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ, এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা।
2/10
যদিও শনিবার পর্যন্ত কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বলেও মনে করা হচ্ছে। এর মধ্যেই কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বইবে ঝোড়ো হাওয়া।
3/10
এই সময় খুব দ্রুত আবহাওয়া পরিবর্তন হয়। সেইমতোই পূর্বাভাস জানিয়ে থাকে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি হবে। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের DDGM সোমনাথ দত্ত।
4/10
বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে। মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। দক্ষিণবঙ্গের দক্ষিণ ও পূর্বদিকে জেলাগুলিতে ছাড়া ছাড়া বৃষ্টি, বাকি জেলাগুলি মোটের উপর শুষ্ক থাক4বে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।
5/10
আগামীকালও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে Scattered বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। জলপাইগুড়ি, কোচবিহারে isolated বৃষ্টিপাত হবে।
6/10
দক্ষিণবঙ্গের জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়াতে আইসোলেটেড (isolated) বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলা শুষ্ক থাকবে। তারপরের দিনও একই রকম আবহাওয়া থাকবে।
7/10
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর-পূর্ব, পূর্বদিকে সর্বোচ্চ তাপমাত্রা বেশি বাড়বে বলা হয়নি। কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা বেশি বাড়বে এটা বলা হয়েছিল। তাতে অস্বস্তি বাড়তে পারে।
8/10
উত্তরবঙ্গের প্রায় সবকটা জেলাতেই বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জন্য এমন সতর্কবার্তা নেই। বঙ্গোপসাগর থেকে আপাতত এমন কোনও আর্দ্রতা আসছে না।
9/10
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে তাপমাত্রা সামান্য বাড়বে। ৩৪-৩৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে তার থেকে কম হবে তাপমাত্রা।
10/10
আগামী কয়েকদিনে খুব বেশি হলে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতেও ৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা। এই সময় তাপপ্রবাহের সতর্কবার্তা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
Published at : 27 Mar 2024 10:03 PM (IST)