Jadavpur University: যাদবপুর পড়ুয়ার মৃত্যুর তদন্তে আরও ৬ ছাত্রকে তলব, স্লোগানে সরব AISA
যাদবপুর পড়ুয়া মৃত্যুর পর রহস্যময় চিঠি ঘিরে চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই এই ঘটনায় একাধিকজনকে গ্রেফতার করা হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর এবার যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর তদন্তে এবার আরও ৬ ছাত্রকে তলব করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর,'মেন হস্টেলের ১০৪ নম্বর ঘরে ওই ছাত্রকে সামনে বসিয়েই লেখা হয়েছিল চিঠি, জোর করে তাকে দিয়ে সই করানো হয় চিঠিতে'।
মানসিক নির্যাতন করার সময় প্রাক্তনী সৌরভ, মনোতোষ, দীপশেখরের সঙ্গে ছিল আরও অনেকে। পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ ও বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে অজ্ঞাতপরিচয়দের হদিশ পাওয়ার চেষ্টায় পুলিশ।
যাদবপুরকাণ্ডে, হেনস্থার ভিডিও হাতে পেতে ফরেন্সিক ও প্রযুক্তির সাহায্য নিতে চলেছে কলকাতা পুলিশ।
সূত্র মারফত খবর,'যাদবপুরের প্রথমবর্ষের ছাত্রর মানসিক হেনস্থা পর্বের ভিডিও রেকর্ডিং করা হয়েছে', ধৃতদের জেরা করে তথ্য পেয়েছে পুলিশ।
লালবাজার সূত্রে খবর, ধৃত তিন জনের পাশাপাশি ঘটনার সময় উপস্থিত আরও কয়েকজনের ফোন পুলিশের স্ক্যানারে।
যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু ঘিরে বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা। অরবিন্দ ভবনের সামনে ছাত্র সংগঠন আইসা-র স্লোগান।
পড়ুয়ার মৃত্যুতে বিচার চাওয়ার পাশাপাশি, তৃণমূল-বিরোধী স্লোগান দেন আইসা-র সদস্যরা।
এর মধ্যেই অরবিন্দ ভবনের সামনে থেকে মিছিল শুরু করেন তৃণমূলপন্থী শিক্ষক-অশিক্ষক, পড়ুয়ারা। এই নিয়ে যাদবপুর ক্যাম্পাসে চাপা উত্তেজনা রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -