Jalpaiguri Storm: কয়েক মিনিটের ঝড়ে সর্বস্বান্ত, কেউ হারিয়েছেন প্রিয়জন, কারও সঞ্চিত সম্পদও গিয়েছে উড়ে
মাত্র কয়েক মিনিটের ঝড়। তাতেই লন্ডভন্ড এলাকা। উপড়ে পড়েছে গাছ, ভেঙে গিয়েছে বাড়ি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঝড় কেড়ে নিয়েছে ৫ জনের প্রাণ। ভেঙে পড়েছে কয়েকশো বাড়ি। প্রচুর গাছ উপড়ে পড়েছে।
অনেকেরই চোখে মুখে এখনও আতঙ্ক।আর এই ঘটনার খবর পেয়েই রবিবার রাতে বিশেষ বিমানে উত্তরবঙ্গে পৌঁছলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
গতকাল পশ্চিমি ঝঞ্জার প্রভাবে জলপাইগুড়ি , কোচবিহার, আলিপুরদুয়ারে ব্য়াপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এখনও বিদ্যুৎহীন একাধিক এলাকা।ঝড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩৯ জন।
আক্ষরিক অর্থেই আজ তাই পথে বসেছেন ময়নাগুড়ির বার্নিশের কলেন রায়। ভেঙে পড়েছেন হতাশায়।
রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ জলপাইগুড়ি সহ আরও দুই জেলায় ঝড়ের তাণ্ডব শুরু হয়।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল।
ঝড়ের (Jalpaiguri Cyclone Storm) পর জলপাইগুড়ির পরিস্থিতি দেখতে সকালেই বাগডোগরা পৌঁছলেন রাজ্যপাল CV আনন্দ বোস (Governor CV Ananda Bose)।
এলাকায় গিয়ে প্রাকৃতিক দুর্যোগে মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -