Janmashtami 2024: রাত পোহালেই জন্মাষ্টমী! গোপালকে সাজাতে জেলাশহরে কেনাকাটার ধুম
সোমবার জন্মাষ্টমী, তার আগে বাড়ির গোপালের জন্য কেনাকাটার ধুম। জন্মাষ্টমীর আগে সপ্তাহান্ত পড়েছে, ফলে শনি ও রবিবার বিক্রিবাট্টা বেশ ভাল চলছে। এমনই ছবি ধরা পড়েছে বাঁকুড়ায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাড়ির আদরের 'গোপু'র জন্য সাজ-পোশাক কেনার ধুম রবিবার সকাল থেকেই। সকাল থেকে বাঁকুড়া শহরের চক বাজারের দোকানগুলিতে ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা গিয়েছে।
বিক্রেতারা জানিয়েছেন, অন্যবারের তুলনায় এবার বিক্রি তুলনামূলক ভাবে বেশি হচ্ছে। সপ্তাহান্তের ছুটির দিনে কেনাকাটা করার সুযোগ পাচ্ছেন অনেকে। সেভাবেই ভিড়ও দেখা গিয়েছে।
বিক্রেতারা জানাচ্ছেন, অন্যবারের তুলনায় এবার গোপালের সাজ-পোশাকের চাহিদা বেশি। নিত্যনতুন দোলনা, মাখন, মিশ্রি যেমন বিক্রি হচ্ছে।
জন্মাষ্টমীর দিন বাড়ির গোপালের নতুন জামা কেনার ধুম থাকে ভক্তদের। নিত্যনতুন সাজপোশাকও পাওয়া যায়। বিক্রেতারা জানাচ্ছেন, গোপালের জন্য বৃন্দাবনী জামা, বাঁশি, হার, নুপুরের চাহিদা রয়েছে।
'সন্তান স্নেহে'ই যত্ন করা হয় গোপুকে, বলছেন ক্রেতারাও। চিত্রাভিনেত্রী শ্রীয়া সেনগুপ্ত বলেন, 'আমার নিজের একটি সন্তান রয়েছে, গোপাল আরও একটি সন্তান। মাতৃস্নেহেই আদর করি গোপালকে। তার জন্মদিনে সব কিছুই 'স্পেশ্যাল' হবে বলে তিনি জানান।'
গোপালকে সঙ্গে করে বাজারে এসেছিলেন এক ক্রেতা। বাজারে কেনাকাটার ফাঁকে সাথী ধবল বলেন, 'সন্তানের মতোই গোপালকে দেখি, সামনেই জন্মদিন। তাই মনের মতো করে ওই দিন তাকে সাজাবো।' আর সেকারণেই গোপালকে নিয়ে বাজারে এসেছেন বলে জানান।
এবার নাকি বাঁকুড়া শহরের বাজারে নানা ধরনের ডিজাইনের জিনিস এসেছে। ফলে ক্রেতাদের কাছে অপশন বহু। বাজারে আসা এক ক্রেতা মৌমিতা বলেন, 'এবার দারুণ সব কালেকশান। গোপালের জন্য পছন্দসই জিনিস কিনতে পারছি।' তথ্য ও ছবি: পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -