Kali Puja 2021: পুজো শুরুর ইতিহাস অজানা, রীতি মেনে মাতৃ আরাধনার আয়োজন সেবকেশ্বরী কালীমন্দিরে
কবে শুরু হয়েছিল পুজো, জানেন না কেউ। শুধু মানেন, কালী মা বড় জাগ্রত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই বিশ্বাস থেকেই প্রতি বছর কালীপুজোয় সেবকেশ্বরীর কালীমন্দিরে ভিড় জমান ভক্তরা। এবার করোনা আবহে ভক্তদের প্রবেশ নিষেধ। তবে মায়ের আরাধনার প্রস্তুতিতে কোনও খামতি নেই।
গাছগাছালিতে ঘেরা পাহাড়, খানিক দূর দিয়ে বয়ে চলেছে তিস্তা। অপূর্ব সুন্দর এক প্রাকৃতিক পরিবেশে, সেবক পাহাড়ের কোলে ১০৭টি সিঁড়ি ভাংলেই সেবকেশ্বরী কালী মন্দির।
শিলিগুড়ি থেকে কালিম্পং যাওয়ার পথে পড়ে পাহাড়ি এই মন্দির। পুজো হয় বছরভর। তবে কালীপুজোয় হয় বিশেষ আয়োজন। আলোয় ঝলমলিয়ে ওঠে মন্দির।
কীভাবে এই পুজো শুরু হয়, কবে শুরু হয়, তা নিয়ে সঠিক করে কেউ কিছু বলতে পারেন না। শুধু জানা যায়, ১৯৬৪ সালে প্রতিষ্ঠা হয়েছিল এই মন্দির।
শোনা যায়, বহু বছর আগে জঙ্গলঘেরা এই জায়গায় মিলেছিল একটি পঞ্চমুণ্ডির আসন, ত্রিশূল।
আজও সেই আসন, ত্রিশূল সযত্নে রক্ষিত। মৃন্ময়ী মূর্তির পুজো হয় তন্ত্র মতে। চালু রয়েছে বলিপ্রথা।
করোনা আবহে গত বছরের মতো এবারও মন্দিরে ভক্তদের প্রবেশ নিষেধ।বন্দোবস্ত হয়েছে অনলাইনে পুজো দেওয়ার।
এখানে নেই কোনও বৈভবের ছোঁয়া। সাদামাঠা এই মন্দিরের সঙ্গে মিশে রয়েছে ভক্তদের শ্রদ্ধা, আবেগ।
পাহাড় থেকে সমতল, সকলেরই বিশ্বাস, জাগ্রত সেবকেশ্বরী তাঁদের মনোষ্কামনা পূর্ণ করেন। (তথ্য ও ছবি- বাচ্চু দাস)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -