Kali Puja Weather : কালীপুজোয় কি কলকাতা ভাসবে বৃষ্টিতে ? জানিয়ে দিল আবহাওয়া দফতর
দুর্গাপুজোর পর কালীপুজোতেও পিছু ছাড়ছে না বৃষ্টি। বর্ষা বিদায়ের আগে মাঝ অক্টোবরে বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরির আশঙ্কা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআবহাওয়া দফতরের পূর্বাভাস, ১৫ অক্টোবর প্রথম ও ২০ অক্টোবরের মধ্যে দ্বিতীয় ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে। আর তার জেরে ভাসতে পারে দক্ষিণবঙ্গ।
প্রতিবছরই শরৎ মানে চলে মেঘ রোদ্দুরের খেলা। তবে এবার পুজো কিছুটা এগিয়ে, তাই কালীপুজোও এগিয়ে এসেছে। তাই বর্ষার শেষ কয়েক ওভার তখন চলবে।
তবে এই মুহূর্তে বড় কোনও দুর্যোগের সম্ভাবনা নেই মহানগর বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। বজায় থাকবে গরম ও অস্বস্তি। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ দু’-এক পশলা বৃষ্টির সম্ভাবনা।
হালকা বৃষ্টি চলবে । মেঘও থাকবে। তবে বড় কোনও প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা নেই আপাতত।
কিন্তু এখন উত্তরবঙ্গে হতে পারে বড় দুর্যোগ। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ৪ জেলায়।
এর জেরে ধস নামতে পারে পাহাড়ে। গত কয়েকদিন ধরেই বৃষ্টির বিরাম নেই উত্তরবঙ্গে। তার ওপর এবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
বুধবারেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। বুধবারে দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।
বঙ্গোপসাগরে অক্টোবর মাসে আরও দুটি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ তৈরি হলে বাজি পোড়ানোর আনন্দ থেকে বঞ্চিত হতে পারে দক্ষিণবঙ্গবাসী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -