Kalighat : কলকাতার অভিভাবকরূপে কালীঘাটে বিরাজ করছেন মা দক্ষিণাকালী, কী তাঁর মাহাত্ম্য ?
Kalighat : উত্তরে দক্ষিণেশ্বর.. আর দক্ষিণে বহুলা বা বেহালা। মাঝে ধনুকের মতো বাঁকা অংশ কলকাতা
Kalighat : কলকাতার অভিভাবকরূপে কালীঘাটে বিরাজমান মা দক্ষিণাকালী
1/10
পীঠনির্নয় তন্ত্র অনুসারে কালীক্ষেত্র কলকাতার মাহাত্ম্য বারাণসীর সমতুল। সেই কলকাতার অভিভাবকরূপে কালীঘাটে বিরাজ করছেন মা দক্ষিণাকালী
2/10
উত্তরে দক্ষিণেশ্বর.. আর দক্ষিণে বহুলা বা বেহালা। মাঝে ধনুকের মতো বাঁকা অংশ কলকাতা
3/10
সেই কলকাতার অভিভাবকরূপে কালীঘাটে বিরাজ করছেন মা দক্ষিণাকালী। সতীর একান্ন পীঠের অন্যতম
4/10
কবি ভারত চন্দ্রের লেখায় পাওয়া যায়, ‘কালীঘাটে চারিটি অঙ্গুলি, ডানি পার। নকুলেশ ভৈরব, কালিকা দেবী তাঁর।।’
5/10
বলা হয়, বেহালা থেকে দুই যোজন ব্যাপী কালীক্ষেত্রের ৩ কোণায় অবস্থান করছেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। তাঁর মাঝেই মহাকালীর অবস্থান।
6/10
এখানে ভৈরবী, বগলা, বিদ্যা, মাতঙ্গী, কমলা, ব্রাহ্মী, মহেশ্বরী ও চণ্ডী সর্বদা বিরাজ করছেন।
7/10
এই জায়গা কাশী বা বারাণসীর মতোই মহা পূণ্যভূমি।
8/10
কালীঘাটের মূল মন্দির এখন ৮ কাঠা জমির ওপর স্থাপিত। মন্দিরের উচ্চতা প্রায় ৯০ ফুট। মন্দিরের উপরে ৩টে কলস রয়েছে
9/10
। সঙ্গে আছে ১টি ত্রিশূল, ও ১ টি ধাতব ত্রিকোণাকৃতি পতাকা। গঙ্গার দিক থেকে মন্দিরে ঢুকতে সামনে পড়ে ১ নম্বর প্রবেশপথ।
10/10
তার মাথার ওপর রয়েছে নহবত খানা। মন্দিরে ঢোকার আরও বেশ কিছু প্রবেশ পথ রয়েছে। গর্ভগৃহটি সুউচ্চ। বর্তমানে নতুনভাবে গর্ভগৃহের ছাদটি সাজানো হয়েছে।
Published at : 03 Jan 2023 03:59 PM (IST)