Kalighat : কলকাতার অভিভাবকরূপে কালীঘাটে বিরাজ করছেন মা দক্ষিণাকালী, কী তাঁর মাহাত্ম্য ?
পীঠনির্নয় তন্ত্র অনুসারে কালীক্ষেত্র কলকাতার মাহাত্ম্য বারাণসীর সমতুল। সেই কলকাতার অভিভাবকরূপে কালীঘাটে বিরাজ করছেন মা দক্ষিণাকালী
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউত্তরে দক্ষিণেশ্বর.. আর দক্ষিণে বহুলা বা বেহালা। মাঝে ধনুকের মতো বাঁকা অংশ কলকাতা
সেই কলকাতার অভিভাবকরূপে কালীঘাটে বিরাজ করছেন মা দক্ষিণাকালী। সতীর একান্ন পীঠের অন্যতম
কবি ভারত চন্দ্রের লেখায় পাওয়া যায়, ‘কালীঘাটে চারিটি অঙ্গুলি, ডানি পার। নকুলেশ ভৈরব, কালিকা দেবী তাঁর।।’
বলা হয়, বেহালা থেকে দুই যোজন ব্যাপী কালীক্ষেত্রের ৩ কোণায় অবস্থান করছেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। তাঁর মাঝেই মহাকালীর অবস্থান।
এখানে ভৈরবী, বগলা, বিদ্যা, মাতঙ্গী, কমলা, ব্রাহ্মী, মহেশ্বরী ও চণ্ডী সর্বদা বিরাজ করছেন।
এই জায়গা কাশী বা বারাণসীর মতোই মহা পূণ্যভূমি।
কালীঘাটের মূল মন্দির এখন ৮ কাঠা জমির ওপর স্থাপিত। মন্দিরের উচ্চতা প্রায় ৯০ ফুট। মন্দিরের উপরে ৩টে কলস রয়েছে
। সঙ্গে আছে ১টি ত্রিশূল, ও ১ টি ধাতব ত্রিকোণাকৃতি পতাকা। গঙ্গার দিক থেকে মন্দিরে ঢুকতে সামনে পড়ে ১ নম্বর প্রবেশপথ।
তার মাথার ওপর রয়েছে নহবত খানা। মন্দিরে ঢোকার আরও বেশ কিছু প্রবেশ পথ রয়েছে। গর্ভগৃহটি সুউচ্চ। বর্তমানে নতুনভাবে গর্ভগৃহের ছাদটি সাজানো হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -