Kalpataru Utsav 2025: বছরের প্রথম দিন কল্পতরু উৎসব, মহাসমারোহে পালন দক্ষিণেশ্বর-কাশীপুর উদ্যানবাটিতে

West Bengal News: কল্পতরু উৎসব উপলক্ষে দক্ষিণেশ্বর-কাশীপুর উদ্যানবাটিতে ভিড়।

Continues below advertisement

ফাইল ছবি

Continues below advertisement
1/10
নতুন বছরের প্রথম দিন মহাসমারোহে পালিত হল কল্পতরু উৎসব। প্রতিবারের মতো শ্রদ্ধায়, ভক্তিতে, পূজানুষ্ঠানে কল্পতরু উৎসব ঘিরে আনন্দমমুখর কাশীপুর উদ্যানবাটী।
2/10
১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ৷
3/10
কাশীপুর উদ্যানবাটীতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন- ‘তোমাদের চৈতন্য হোক’। এরপর থেকেই প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব।
4/10
রামকৃষ্ণের গৃহী ভক্তদের কথায়, সেদিন ঠাকুর ছিলেন কল্পতরু। আর সন্ন্য়াসী ভক্তরা বলেন, সেদিন অভয় প্রদান করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব।
5/10
এদিন, দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে মঙ্গলারতি বা দীপারতি দিয়ে সূচনা হয় উৎসবের। ভোর থেকে ভিড় করেন ভক্তরা। বছরের প্রথম দিন মঙ্গলকামনায় পুজো দেন পুণ্যার্থীরা।
Continues below advertisement
6/10
দক্ষিণেশ্বর শ্রীরামকৃষ্ণের লীলাভূমি, কর্মভূমি। মূল মন্দির চত্বরের উল্টোদিকে কুঠিবাড়ি। এখানে একসময় থাকতেন শ্রীরামকৃষ্ণের বড় দাদা রামকুমার চট্টোপাধ্যায়।
7/10
পরে ১৮৫৫ থেকে ১৮৭১ সাল পর্যন্ত মা চন্দ্রমণি দেবীর সঙ্গে থাকতেন শ্রীরামকৃষ্ণ। রানি রাসমণি, তাঁর জামাই মথুরবাবুর কুঠিবাড়িতে যাতায়াত ছিল। এখানে শ্রীরামকৃষ্ণের মূর্তি দেখতে ভিড় করেন ভক্তরা।
8/10
ভাইপো অক্ষয়ের মৃত্যুর পর, মূল মন্দিরের একটি ঘরেই থাকতে শুরু করেন শ্রীরামকৃষ্ণ। সেটি তাঁর বাসকক্ষ বলে পরিচিত। শ্রীরামকৃষ্ণের শয্যা ও ব্যবহৃত সামগ্রী দর্শন করতে এখানে আসেন পুণ্যার্থীরা।
9/10
কাশীপুর, দক্ষিণেশ্বরের পাশাপাশি শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মস্থান হুগলির কামারপুকুরেও পালিত হচ্ছে কল্পতরু উৎসব।
10/10
ভোরে মঙ্গল আরতি দিয়ে শুরু হয় উৎসবের। সারাদিন ধরে চলে পুজোপাঠ। সকাল থেকে কামারপুকুরে ভিড় করেছেন ভক্তরা।
Sponsored Links by Taboola