Kalpataru Utsav 2025: বছরের প্রথম দিন কল্পতরু উৎসব, মহাসমারোহে পালন দক্ষিণেশ্বর-কাশীপুর উদ্যানবাটিতে
নতুন বছরের প্রথম দিন মহাসমারোহে পালিত হল কল্পতরু উৎসব। প্রতিবারের মতো শ্রদ্ধায়, ভক্তিতে, পূজানুষ্ঠানে কল্পতরু উৎসব ঘিরে আনন্দমমুখর কাশীপুর উদ্যানবাটী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ৷
কাশীপুর উদ্যানবাটীতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন- ‘তোমাদের চৈতন্য হোক’। এরপর থেকেই প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব।
রামকৃষ্ণের গৃহী ভক্তদের কথায়, সেদিন ঠাকুর ছিলেন কল্পতরু। আর সন্ন্য়াসী ভক্তরা বলেন, সেদিন অভয় প্রদান করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব।
এদিন, দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে মঙ্গলারতি বা দীপারতি দিয়ে সূচনা হয় উৎসবের। ভোর থেকে ভিড় করেন ভক্তরা। বছরের প্রথম দিন মঙ্গলকামনায় পুজো দেন পুণ্যার্থীরা।
দক্ষিণেশ্বর শ্রীরামকৃষ্ণের লীলাভূমি, কর্মভূমি। মূল মন্দির চত্বরের উল্টোদিকে কুঠিবাড়ি। এখানে একসময় থাকতেন শ্রীরামকৃষ্ণের বড় দাদা রামকুমার চট্টোপাধ্যায়।
পরে ১৮৫৫ থেকে ১৮৭১ সাল পর্যন্ত মা চন্দ্রমণি দেবীর সঙ্গে থাকতেন শ্রীরামকৃষ্ণ। রানি রাসমণি, তাঁর জামাই মথুরবাবুর কুঠিবাড়িতে যাতায়াত ছিল। এখানে শ্রীরামকৃষ্ণের মূর্তি দেখতে ভিড় করেন ভক্তরা।
ভাইপো অক্ষয়ের মৃত্যুর পর, মূল মন্দিরের একটি ঘরেই থাকতে শুরু করেন শ্রীরামকৃষ্ণ। সেটি তাঁর বাসকক্ষ বলে পরিচিত। শ্রীরামকৃষ্ণের শয্যা ও ব্যবহৃত সামগ্রী দর্শন করতে এখানে আসেন পুণ্যার্থীরা।
কাশীপুর, দক্ষিণেশ্বরের পাশাপাশি শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মস্থান হুগলির কামারপুকুরেও পালিত হচ্ছে কল্পতরু উৎসব।
ভোরে মঙ্গল আরতি দিয়ে শুরু হয় উৎসবের। সারাদিন ধরে চলে পুজোপাঠ। সকাল থেকে কামারপুকুরে ভিড় করেছেন ভক্তরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -