Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Cyclone Dana Update: উপকূলের আরও কাছে দানা, কলকাতাতেও দুর্যোগের আশঙ্কা, চালু হেল্পলাইন নম্বর
ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে কলকাতাতেও দুর্যোগের আশঙ্কা রয়েছে।তৎপর কলকাতা পুরসভা। কন্ট্রোল রুমে CC ক্যামেরায় চলছে নজরদারি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুরসভা সূত্রে খবর,দুর্যোগ মোকাবিলার জন্য তৈরি করা হয়েছে ওয়ার্ড ও বরোভিত্তিক দল। প্রস্তুত রাখা হয়েছে NDRF টিমকে। জল জমা আটকাতে ২৮১টি নিকাশি যন্ত্র প্রস্তুত রাখা হয়েছে। বাতিল করা হয়েছে পুরকর্মীদের ছুটি।
আয়লা থেকে আমফান, ইয়াস থেকে ফণী, গত কয়েক বছরে একের পর এক ঘূর্ণিঝড়ের ধাক্কা এসে পড়েছে কলকাতায়। আর এবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া-হুগলির পাশাপাশি,'দানা'র প্রভাব পড়ছে কলকাতাতেও।
যে হেল্প লাইন চালু করেছে কলকাতা পুরসভা, সেই নম্বরগুলি হল, 2286-1212, 2286-1313, 2286-1414
কলকাতা পুরসভা জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে বাড়তে পারে গঙ্গার জলস্তর। ঢেউয়ের উচ্চতা হতে পারে ১৪ ফুটের কাছাকাছি।
শহরে জল ঢোকা আটকাতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত বন্ধ রাখা হয় গঙ্গার ঘাটের লকগেটগুলি। শুক্রবার ভোর সাড়ে ৪টে থেকে সকাল ৯টা পর্যন্ত ফের লকগেট বন্ধ রাখা হবে।
‘দানা’ হানা দেওয়ার আগেই গঙ্গার ঘাটে ঘাটে কড়া পাহারা। স্পিড বোটে চড়ে বাবুঘাট থেকে রিষড়া পর্যন্ত নজরদারি চালাচ্ছে রিভার ট্রাফিক পুলিশ। পাশাপাশি, চলছে মাইকে প্রচার।
ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে কলকাতাতেও দুর্যোগের আশঙ্কা। প্রস্তুত পুলিশ-প্রশাসন। ঘূর্ণিঝড় মোকাবিলায় কন্ট্রোল রুম খুলেছে লালবাজার। প্রস্তুত রয়েছে কলকাতা পুলিশ, পুরসভা, NDRF. বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৪টি দলকে প্রস্তুত রাখা হয়েছে।
ঘূর্ণিঝড় মোকাবিলায় তৎপর বিদ্যুৎ দফতরও। হেল্প লাইন চালু করেছে WBSEDCL ও CESC. WBSEDCL-এর হেল্পলাইন নম্বর 89007-93503 ও 89007-93504. CESC-র হেল্পলাইন নম্বর 033-3501-1912, 033-4403-1912, 18605001912 ও 1912.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -