Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
East West Metro : গঙ্গার নীচ দিয়ে মেট্রোয় ৪৬ সেকেন্ডে হাওড়া-কলকাতা, রাত থেকে অপেক্ষা সার্থক শয়ে শয়ে যাত্রীর
সাধারণের জন্য খুলে গেল হুগলি নদীর নীচের পাতাল পথ! গঙ্গার নীচ দিয়ে শুরু হল মেট্রোর যাত্রী পরিষেবা। আজ থেকেই চালু হল নিউ গড়িয়া থেকে রুবি এবং জোকা-তারাতলা লাইনের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশের মেট্রো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাত থেকেই ট্রেনের অপেক্ষায় ছিলেন বহুজন। ইচ্ছে, প্রথম ট্রেনে সওয়ার হওয়ার। কেউ আবার কলকাতার প্রথম মেট্রোরেলের যাত্রী ছিলেন, গঙ্গার নীচের প্রথম মেট্রোরও সওয়ারি হলেন।
হাওড়া এবং এসপ্ল্যানেড থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। রবিবার মেট্রো বন্ধ থাকবে।
সারা দিনে মোট ১৩০টি মেট্রো যাত্রীদের পরিষেবা দেবে। ব্যস্ত সময়ে ১২ মিনিট অন্তর এবং অন্য সময়ে ১৫ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
মাত্র ৪৬ সেকেন্ডের যাত্রা। তার জন্যই প্রতীক্ষার প্রহর গুনছিল হুগলি নদীর দুই পাড়! গঙ্গার নীচ দিয়ে ছুটল মেট্রো । শুক্রবারের সকালে অবসান হল সেই প্রতীক্ষার অবসান। তৈরি হল ইতিহাস।
শুক্রবারই চালু হয়ে গেল গঙ্গার নীচ দিয়ে ছুটে চলা ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনের যাত্রী পরিষেবা। আর তাতে উঠে আনন্দে আত্মহারা হলেন অনেকেই।
গঙ্গার নীচের নীল আলো দেখেতে পেয়েই উত্তেজিত যাত্রীরা। মাত্র ৪৬ সেকেন্ডেই গঙ্গার এপার থেকে ওপারে পৌঁছে গেল মেট্রো।
এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৪.৮ কিলোমিটার রুটে মোট চারটি স্টেশন রয়েছে। এসপ্ল্যানেড মহাকরণ হাওড়া এবং হাওড়া ময়দান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -