Job Seekers Agitation: বিরোধীদের বৈঠকের দিনেই এসএলএসটি চাকরি প্রার্থীদের প্রতিবাদ মিছিল সল্টলেকে
বিরোধীদের বৈঠকের দিনেই রাজপথে নেমে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানাল এসএলএসটি চাকরি প্রার্থীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসল্টলেকে এসএলএসটি চাকরি প্রার্থীদের প্রতিবাদ মিছিল, বাধা দিলে প্রতিবাদ, ধস্তাধস্তি ঘটনা প্রকাশ্যে এসেছে।
ব্যাঙ্গালোরে মোদি-বিরোধী মেগা বৈঠকের দিনে তৃণমূল সরকারের উপর চাপ বাড়াতে নতুন রণকৌশল সংগ্রামী যৌথ মঞ্চর।
এ রাজ্যের সরকারি কর্মীদের DA-আন্দোলন নিয়ে সমস্ত বিরোধী দলকে চিঠি দিল যৌথ মঞ্চ।
তৃণমূল সরকার সরকারি কর্মীদের প্রতি কতটা উদাসীন, চিঠিতে তাই জানানো হয়েছে বিরোধী দলগুলিকে।
রাজ্যে সরকারি কর্মীদের ক্ষেত্রে তৃণমূল সরকারের অবস্থান স্পষ্ট করতে চেয়ে চিঠিতে দাবি সংগ্রামী যৌথ মঞ্চর।
মূলত, আজ জোড়া মেগা বৈঠক। বেঙ্গালুরুতে একসঙ্গে ২৬টি বিরোধী দল। দিল্লিতে ৩৮টি দল নিয়ে এনডিএ-র বৈঠক।
মূলত বছর ঘুরলেই লোকসভা ভোট। আর তার আগেই দাবিগুলিকে আরও বেশি শক্তিশালী করতেই এদিন প্রতিবাদ মিছিল চাকরি প্রার্থীদের।
এদিন 'যন্ত্রনার ৮৫৫ দিন' লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদে নামে চাকরি প্রার্থীরা।
এদিন প্রথম থেকে পরিস্থিতি যাতে হাতে বাইরে না যায়, সেজন্য প্রথম থেকেই উপস্থিত ছিল পুলিশ প্রশাসন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -