Horoscope Today 12 March : মীনের শ্বশুরবাড়িতে বিরোধ-সম্ভাবনা, মিথুন সাবধান মশা থেকে, জানুন আপনার রাশিফল
স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। হজমের সমস্যা ভোগাতে পারে। মোবাইলে কথা বলার সময় ফোন চার্জ করবেন না। ভাই-বোন বা পার্টনারকে প্রয়োজনে সাহায্য করুন কেরিয়ার গঠনে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্যবসায়ীরা সচেতন থাকুন। আজ প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন আপনি। পরিকল্পনা করে কাজ করুন। পরিশ্রম আর সময় দুই-ই বাঁচবে।
শরীরের দিকে খেয়াল রাখুন। ডেঙ্গি, ম্য়ালেরিয়া, মশাবাহিত রোগ থেকে সাবধান। ব্যবসায়ীরা বুঝে বিনিয়োগ করবেন। পরিবারকে গুরুত্ব দিন।
বাবা মায়ের শরীর স্বাস্থ্যের খোঁজ রাখুন। কোনও সমস্যা দেখলেই ডাক্তার দেখান। ব্যবসায়ীরা বিনিয়োগের আগে ভবিষ্যতে কোন পথে এগবেন, তা দেখে নিন।
কম কথা বলার চেষ্টা করুন। সেই সঙ্গে গ্রহের অবস্থান অনুযায়ী অর্থ উপার্জনের দিশা দেখা যাচ্ছে। অফিসের না-শেষ-হওয়া কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করুন। বসের নজর আপনার দিকে থাকবে। ভাল - খারাপ সবটাই দেখছেন উনি।
ঊর্ধ্বতন কর্তৃৃপক্ষের কথা অযৌক্তিক মনে হচ্ছে ? কিন্তু প্রতিবাদ করবেন না। মেনে নিন। অ্যালার্জি হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রসাধনী জিনিসগুলি সাবধানে ব্যবহার করুন।
চাকরিতে তেমন উন্নতি হচ্ছে না ? নতুন উপায়ের কথা ভাবতে পারেন। কেউ আপনার সাহায্য চাইলে করুন।
কাজের সাফল্যে মন খুশি থাকবে। আয়ের নতুন উপায় গ্রহণ করলে অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাবে। বস যদি আপনাকে অফিসে কাজের উন্নতি করতে বলেন, তাহলে সেটাকে গুরুত্ব সহকারে নিন। ব্যবসায়ীদের গ্রাহকদের পছন্দ-অপছন্দের দিকে খেয়াল রাখতে হবে।
প্রিয়জনের সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলতে হবে। ছোটখাটো বিষয়ে টানাপোড়েন সম্পর্ককে দুর্বল করে দিতে পারে। অফিসে সহকর্মীদের সঙ্গে আপনার সমন্বয় ভাল থাকবে। কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে।
গ্রহের অবস্থান অর্থের দিক থেকে আপনার প্রতিকূলে। সেই সঙ্গে আদর্শগত মতভেদ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে কিছু দায়িত্বের বোঝা বাড়বে, কাজ উৎসাহের সঙ্গে করতে হবে। কেরিয়ারে নজর দেওয়ার উপযক্ত সময়।
আজ আবহাওয়ার পরিবর্তনের কারণে হাঁপানি রোগীদের কষ্ট বাড়তে পারে। দাম্পত্য জীবনে যদি টানাপোড়েন থাকলে, পরিস্থিতির উন্নতি হবে। সম্পর্কে দূরত্ব কমানোর চেষ্টা করুন।
শিক্ষার্থীরা ক্লাসের পড়ায় মনোযোগ দিন। নারীদের সৃজনশীলভাব প্রকাশিত হবে। মেধাকে কাজে লাগান। ভাল রোজগার হতে পারে। বাইরের খাবার এড়িয়ে চলুন। অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। পেট খারাপ হতে পারে। শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সম্পর্কের তিক্ততা মন ভেঙে দিতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -