Covid 19: চিন -সহ একাধিক দেশে করোনার বাড়বাড়ন্ত, আজ স্বাস্থ্য ভবনে বৈঠক
চিন, জাপান, আমেরিকা-সহ একাধিক দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ । উদ্বেগ জানিয়েছে কেন্দ্রও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই পরিস্থিতিতে স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে আজ স্বাস্থ্য ভবনে বৈঠকে বসছে কোভিড পরামর্শদাতা কমিটি। রাজ্যের কোভিড পরিস্থিতি কেমন, সংক্রমণ বাড়লে তা মোকাবিলা করার কী ব্যবস্থা রয়েছে, তা নিয়েই মূলত আলোচনা হবে।
রাজ্যের কোভিড পরিস্থিতির উপর নজরদারি নিয়ে মুখ খোলেন খোদ মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'চায়নাতে কোভিড আবার বাড়ছে। আমাদের স্বাস্থ্য দফতরকে বলবো কোভিড নিয়ে একটু দেখে নিতে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, একটা টিম তৈরি করতে হবে। স্বাস্থ্য সচিব এই টিমটাকে লিড করবে। সার্ভেলেন্স রাখতে হবে।'
রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, ' মুখ্যমন্ত্রী হাইলেভেল বৈঠক ডেকেছেন। আমরা সতর্ক নজর রাখছি। জিনোম সিকোয়েন্সিং করা হবে। আমাদের নিজেদের যা ক্যাপাসিটি আছে, তা করছি, পাশাপাশি কল্যাণীতে পাঠানো হবে। এখনও কেস কম আছে।'
পুরসভার স্বাস্থ্যবিভাগের কর্মীদের মাস্ক পরা বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে বার্তা দেওয়ার জন্যই স্বাস্থ্যকর্মীরা মাস্ক পরবেন বলে জানানো হয়েছে।
কোভিড রুখতে মূলত জনবহুল জায়গায় মাস্ক পরায় জোর দেওয়া হচ্ছে।কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, 'করোনা পরীক্ষাকেন্দ্রগুলি প্রস্তুত রাখা হচ্ছে।'
তিনি আরও বলেন, 'এই দেশগুলো থেকে লোক আসা রেস্চট্রিক্ট করা উচিত। আগের বারেও এই দেশগুলো থেকে হয়েছিল। রাজ্য সরকার যেন কথা বলে আমরা বলব। মাস্ক পরা উচিত। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করব।'
ওমিক্রনের দাপটে কার্যত কেঁপেছিল গোটা বিশ্ব। ফের কোভিড নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে। তার পিছনেও রয়েছে ওমিক্রনেরই একটি সাবভ্যারিয়েন্ট।
চিনে যে কোভিড সংক্রমণ বাড়ছে তার জন্য দায়ী ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট BF.7। সেই ভ্য়ারিয়েন্ট নাকি ইতিমধ্যেই ভারতে পাওয়া গিয়েছে। এদেশে এখনও পর্যন্ত অন্তত ৩ জনের খোঁজ পাওয়া গিয়েছে যাঁরা ওই সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -