Dengue Panic: শহরে ডেঙ্গি আতঙ্ক, সচেতনতা বাড়াতে কী পদক্ষেপ প্রশাসনের ?
রাজ্যে ফের ফিরে এসেছে ডেঙ্গি আতঙ্ক। ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলা থেকে ডেঙ্গি আক্রান্তের খবর মিলেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএরইমধ্যে ডেঙ্গি প্রতিরোধে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই বার্তার পরেই পথে নামল বিধাননগর পুরনিগম।
সোমবার সপ্তাহের প্রথম দিনের বিধাননগর পুরনিগমের অর্জুনপুর, দেশবন্ধু নগরসহ বিভিন্ন অঞ্চলে ডেঙ্গি সচেতনতা যাত্রা করা হয় বিধাননগর পুরনিগমের তরফে। সচেতনতা যাত্রায় বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা পা মেলান।
ডেঙ্গি সচেতনতা ক্ষেত্রে বিভিন্ন প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে এই পদযাত্রা করা হয়। প্রসঙ্গত ইতিমধ্যে চলতি বছরে বিধান নগর পুরনিগম অঞ্চলে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
বিগত কয়েকদিনে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। এরপরই মুখ্যমন্ত্রীর বার্তা পরেই ময়দানে নামে বিধাননগর পুরনিগম। এদিন মশারি টাঙিয়ে ডেঙ্গি বিরোধী বিভিন্ন প্লাকার্ড নিয়ে ও ডেঙ্গি থেকে কী করে রক্ষা পাওয়া যায় সেই সমস্ত বার্তা নিয়ে।
বিধাননগর পুরনিগমের এই অভিযান নিয়ে মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানান, তাঁরা সচেতনতা বৃদ্ধির জন্য এই পদযাত্রা করছেন। মানুষকে সচেতন হতে হবে।
উল্লেখ্য, শহরে ডেঙ্গি নিয়ে উদ্বেগ বাড়ছে। কালীঘাটে এক বালকের ডেঙ্গিতে মৃত্যু হয়েছে। জ্বর হওয়ায় তাকে ভর্তি করা হয়েছিল এক বেসরকারি হাসপাতালে। সেই বেসরকারি হাসপাতালেই মৃত্যু হয় বিশাখ মুখোপাধ্যায়ের।
‘জল জমিয়ে রাখছেন অনেকে। সচেতনতার অভাব আছে’, বালকের মৃত্যু নিয়ে এমনই দাবি তৃণমূল কাউন্সিলরের।
কলকাতা পুরসভা সূত্রে খবর, এখনও পর্যন্ত ৩৫২ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে শহরবাসীকে সচেতনতার বার্তা দিলেন কলকাতা পুরসভার মেয়র।
অন্যান্য জেলা থেকেও ডেঙ্গিতে মৃত্যুর খবর আসছে। গত সপ্তাহেই হাওড়ায় মৃত্যু হয়েছে ডেঙ্গি আক্রান্ত যুবকের। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গির উল্লেখ রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -