'Kalkokkho': একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়ে কলকাতায় মুক্তি পেল 'কালকক্ষ'
দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল 'কালকক্ষ (হাউস অফ টাইম)'। ১৯ অগাস্ট মুক্তি পেল ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিনের প্রিমিয়ারে বসেছিল চাঁদের হাট। ছবির পুরো টিমের সঙ্গে হাজির ছিলেন টলিউডের বহু পরিচিত মুখ।
'কালকক্ষ' প্রিমিয়ারে দেখা গেল অর্জুন দত্ত, অনুভব কাঞ্জিলাল, দেবযানী চট্টোপাধ্যায়, অনুষ্কা, রেমো, দেবতনু প্রমুখ।
অঞ্জন বসু নিবেদিত, শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পাল পরিচালিত, অরোরা ফিল্ম কর্পোরেশনের ছবি 'কালকক্ষ' (হাউস অফ টাইম)।
'কালকক্ষ' ছবির মাধ্যমে ৪৫ বছর পর সিনেমা নির্মাতা হিসেবে ফিরছে ১১৬ বছর পুরনো চলচ্চিত্র সংস্থা অরোরা।
ছবিতে অভিনয় করেছেন তন্নিষ্ঠা বিশ্বাস, শ্রীলেখা মুখোপাধ্যায়, অভিনেতা জনার্দন ঘোষ, এবং আরও অনেকে।
অতিমারি বিধ্বস্ত পৃথিবীতে মানুষের মানসিক সুস্থতা ঠিক কতটা প্রয়োজনীয়, মানুষের মানবিক হওয়াটা ঠিক কতটা প্রয়োজনীয়, একে অপরের জন্য থাকাটা ঠিক কতটা প্রয়োজনীয় এই ছবি দর্শকদের শেখাবে।
চিকিৎসকদের সমাজের প্রতি দায়বদ্ধতা কতটা প্রয়োজনীয় এবং ঠিক একইভাবে সমাজকে বাঁচিয়ে রাখতে চিকিৎসকদেরও সুস্থ থাকাটা যে কতটা প্রয়োজনীয় সেটা এই ছবি দর্শকদের শেখাবে।
ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অমিত সাহাকেও। ছবিতে ক্যামেরার দায়িত্বে রয়েছেন রানা প্রতাপ কারফর্মা।
ছবিটি সম্পাদনার দায়িত্বে রয়েছেন পরিচালক জুটি রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি স্বয়ং। ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন অভিজিৎ কুণ্ডু।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -