WB Crime: পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেফতার হল কত জন ?
দীপাবলির আগে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় রাজ্যে। ২ টি আগ্নেয়াস্ত্র । ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করে বর্ধমান থানার পুলিশ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ । পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্রাম বাস স্ট্যান্ড থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, মন্তেশ্বরের বাসিন্দা কুরবান আলি ওই আগ্নেয়াস্ত্র নিয়ে আসে বিক্রির জন্য।
সম্প্রতি মালদার মানিকচকে আগ্নেয়াস্ত্র-সহ ১ জনকে গ্রেফতার করা হয় । মানিকচকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল আগ্নেয়াস্ত্র, অনুমান পুলিশের। চক্রের বাকি পান্ডাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পাণ্ডবেশ্বরের কয়লা খনি এলাকা থেকে উদ্ধার AK 47-এর মতো ৫টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড কার্তুজ। গ্রেফতার মৃত কয়লা মাফিয়ার দেহরক্ষী। গোপন সূত্রে খবর পেয়ে ধৃতের বাড়িতে অভিযান চালায় পুলিশ
আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্রাম বাস স্ট্যান্ড থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, মন্তেশ্বরের বাসিন্দা কুরবান আলি ওই আগ্নেয়াস্ত্র নিয়ে আসে বিক্রির জন্য। মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা রাকেশ মোল্লাকে ওই আগ্নেয়াস্ত্র পাচারের কথা ছিল। তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালয়ে দু’জনকে ধরে ফেলে এসটিএফ।
দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে চলন্ত ট্রেন থেকে অস্ত্র সমেত ধৃত এক ব্যক্তি। ২টি সেভেন এমএম পিস্তল, ২টি ওয়ান শটার মিলেছে ওই ব্যক্তির কাছে। ধৃতের নাম তপন সাহা, ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনার হাবড়ায়। অস্ত্র সমেত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজ্য এসটিএফ। ধৃত ব্যক্তি অস্ত্র ব্যবসায়ী, দাবি রাজ্য এসটিএফের।
৬ টি আগ্নেয়াস্ত্র ও ৩টি কার্তুজ উদ্ধার। গ্রেফতার এক। শেখ রমজান নামের এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র বিক্রি করবে। গোপন সূত্রে খবর পেয়ে গঠিত হয় পুলিশের বিশেষ দল। জেলার চারটি জায়গায় নাকা চেকিং শুরু হয়। বোলপুর থানার সিয়ান গ্রামের কাছে বাইকে চেপে যাওয়ার সময় শেখ রমজানকে গ্রেপ্তার করা হয়।
ব্যান্ডেলে স্কুলের মাঠে বোমা। নলডাঙা নারায়ণপুর প্রাইমারি স্কুলের সামনে ৩টি তাজা বোমা (Bomb Rescue)। স্কুল শুরুর আগে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক। খবর পেয়ে বোমা উদ্ধার করে চুঁচুড়া থানার পুলিশ। পঞ্চায়েত ভোটের আগে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা তৃণমূলের, দাবি বিজেপির।
সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে বোমা ফেটে জখম হয় দুই কিশোর। কালভার্টের তলায় রাখা ছিল বোমা। অজান্তে তা তুলে নিয়ে ছুড়তেই বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। এই ঘটনায় মোট ৬জনকে গ্রেফতার করে পুলিশ।
সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার ভলেয়া গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ইসরাফিল লস্করকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -